Aajbikel

মালাবদলের হুড়োহুড়ি! রাজস্থান ভোটের দিন বদলে বাধ্য কমিশন

 | 
marriage

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে পাঁচ রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন৷ ইতিমধ্যেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা এবং মিজোরামে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রাজস্থানের ভোটের দিন বদল করতে হল তাদের। বিশেষ এক কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। পূর্ব সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর রাজস্থানে ভোট হত। এখন তা হবে ২৫ তারিখ। যদিও ফলাফলের দিনে কোনও বদল নেই। 

নির্বাচন কমিশন জানিয়েছে, রাজস্থানে ভোটগ্রহণ ২ দিন পিছিয়ে দেওয়া হলেও বাকি চার রাজ্যের সঙ্গে এই রাজ্যেরও ভোট গণনা হবে, যা ৩ ডিসেম্বর। কিন্তু ভোটের দিন আচমকা পিছিয়ে দেওয়া হল কেন? আসলে জাতীয় নির্বাচন কমিশন যে দিন রাজস্থানের ভোট দিয়েছিল সেদিন রাজ্যে প্রচুর বিয়ে ও সামাজিক অনুষ্ঠান রয়েছে। ফলে একাধিক রাজনৈতিক দলগুলি কমিশনের কাছে আবেদন জানিয়েছিল, যাতে ভোটের দিন বদল করা হয়। এও দাবি করা হয়েছিল, একাধিক বিয়ে থাকায় ভোটের জন্য নিরাপত্তা বাহিনী এবং ভোটকর্মীদের রাখার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেই দিকে নজর দিয়েই এই দিন বদল করল কমিশন। 

নতুন নির্ঘণ্ট অনুযায়ী রাজস্থানের ভোটের বিজ্ঞপ্তি জারি হবে ৩০ অক্টোবর। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ নভেম্বর, মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া হবে ৭ তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ নভেম্বর। পাঁচ রাজ্যের মধ্যে মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে ১৭ ডিসেম্বর। বাকি রাজ্যগুলির বিধানসভার মেয়াদ ফুরচ্ছে জানুয়ারি মাসে।  

Around The Web

Trending News

You May like