ভোট দিয়ে বিয়ের পিড়িতে পাত্রী, ছাদনাতলা থেকে সটান ভোট কেন্দ্রে নবদম্পতি

নয়াদিল্লি: ভোটের উত্তাপে যখন পুড়ছে বাংলা, ঠিক তখনই গণতন্ত্রের বৃহত্তম উৎসবে নয়া বিজ্ঞাপন৷ ভোটের উৎসবে শামিল জম্মু-কাশ্মীর ও গুজরাটে নবদম্পতি৷ বৃহস্পতিবার সকালে ছাদনাতলা থেকে সটান জম্মু-কাশ্মীরের উধমপুর কেন্দ্রের ছুটে যান নবদম্পতি৷ বিয়ে সেরেই চলে আসেন তাঁরা৷ বিয়ের পোশাক পরে ভোট দিতে আসা নবদম্পতিকে দেখতে তখন ভিড় উপচে উড়েছে ভোটগ্রহণ কেন্দ্রে৷ নতুন জীবন শুরু করার আগেই নিজেদের

ভোট দিয়ে বিয়ের পিড়িতে পাত্রী, ছাদনাতলা থেকে সটান ভোট কেন্দ্রে নবদম্পতি

নয়াদিল্লি: ভোটের উত্তাপে যখন পুড়ছে বাংলা, ঠিক তখনই গণতন্ত্রের বৃহত্তম উৎসবে নয়া বিজ্ঞাপন৷ ভোটের উৎসবে শামিল জম্মু-কাশ্মীর ও গুজরাটে নবদম্পতি৷

বৃহস্পতিবার সকালে ছাদনাতলা থেকে সটান জম্মু-কাশ্মীরের উধমপুর কেন্দ্রের ছুটে যান নবদম্পতি৷ বিয়ে সেরেই চলে আসেন তাঁরা৷ বিয়ের পোশাক পরে ভোট দিতে আসা নবদম্পতিকে দেখতে তখন ভিড় উপচে উড়েছে ভোটগ্রহণ কেন্দ্রে৷ নতুন জীবন শুরু করার আগেই নিজেদের নাগরিক দায়িত্ব পালন করতে ভোলেনি দম্পতি৷ সোশ্যাল মিডিয়া তাঁদের এই ছবি রীতিমতো ভাইরাল৷ অন্যদিকে, বিয়েতে বসার আগে গান্ধীনগরের কাভরে ভোট দিলেন বিয়ের কনে৷ বৃহস্পতিবার বিয়ের পিড়িতে বসার আগে নিজের ভোট নিজেই দিয়ে আসেন গান্ধীনগের কন্যা৷

আজ, দ্বিতীয় দফার নির্বাচন চলছে উধমপুরে৷ গান্ধীনগরের কাভরেও চলছে ভোট৷ জানা যাচ্ছে, ওই দুই কেন্দ্রে এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =