ভোটকর্মীদের গাড়ি রক্ষ্য করে IED বিস্ফোরণ, তপ্ত জঙ্গলমহল

ছত্তিশগড়: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই মাও হামলায় ফের উত্তপ্ত ছত্তিশগড়৷ ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁওয়ে আইইডি বিস্ফোরণ৷ বিস্ফরণে হত ভোটকর্মী৷ দান্তেওয়াড়ায় মাওবাদী-পুলিশের গুলির লড়াইয়ে হত ২ মাওবাদী৷ Chhattisgarh: 2 naxals have been killed in an encounter with District Reserve Guard (DRG) in the forest area of Dhanikarka under Kuakonda police station limits. pic.twitter.com/jHuCEZfwDl

ভোটকর্মীদের গাড়ি রক্ষ্য করে IED বিস্ফোরণ, তপ্ত জঙ্গলমহল

ছত্তিশগড়: দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হতেই মাও হামলায় ফের উত্তপ্ত ছত্তিশগড়৷ ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁওয়ে আইইডি বিস্ফোরণ৷ বিস্ফরণে হত ভোটকর্মী৷ দান্তেওয়াড়ায় মাওবাদী-পুলিশের গুলির লড়াইয়ে হত ২ মাওবাদী৷

দ্বিতীয় দফার ভোটপ্রক্রিয়া বানচাল করতে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে মাওবাদীরা৷ দান্তেওয়াড়ার জঙ্গলে তল্লাশি চালাকালীন হঠাৎ আক্রমণ নেমে আসে৷ পাল্টা জবাব দেয় পুলিশ৷ মাওবাদী-পুলিশের গুলির লড়াইয়ে হত ২ মাওবাদী৷

অন্যদিকে, বুধবার কান্ধমালের বারলা গ্রামে মাওবাদীরা একদল ভোটকর্মীদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায়। কিন্তু তাতে গাড়িটির ক্ষতি হলেও ভোটকর্মীদের কিছু হয়নি। এরপরই গাড়িটি লক্ষ্য করে গুলি চালায় মাওবাদীরা। এতেই মারা যান সংযুক্তা দিগাল। গাড়িতে থাকা অন্যান্য কর্মীরা নিরাপদেই রয়েছেন৷ ফিরিঙ্গিয়ায় দুটি এসইউভি জ্বালিয়ে দেয় মাওবাদীরা৷ ভোটকর্মীদের গাড়ি থেকে নামিয়ে তাতে আগুন দেয় মাওবাদীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =