নয়াদিল্লি: ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এবার বদলে যাচ্ছে নাগরিক পরিচয় পত্র৷ আদিকালের পুরনো সেই ভোটার সচিত্র ভোটার পরিচয় পত্র এবার রঙিন হচ্ছে৷ বসানো হবে যুক্ত হবে নিত্যনতুন ফিচার৷ সম্প্রতি একথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ কর্ণাটকেশুরু হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, প্লাস্টিক দিয়ে তৈরি এই এপিক কার্ড মাল্টিলেয়ার থাকবে৷ থাকবে নির্বাচন কমিশনের হলোগ্রাম৷ সঙ্গে পৃথক পৃথক ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে সংশ্লিষ্ট পরিচয় পত্রের বারকোড৷ তাতে ভোটারের যাবতীয় তথ্য যুক্ত থাকবে৷
ওই বারকোড স্ক্যান করলেই ভোটারের ঠিকুজি-কুষ্ঠি জানা যাবে এক মিনিটের মধ্যেই৷ এই বিশেষ ধরনের ভোটার কার্ডের জন্য আবেদনের ১৫ দিনের মধ্যেই ভোটারদের হাতে পৌঁছে দেওয়া লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন৷
জানা গিয়েছে, এই কার্ড তৈরির খরচ হয়ে ৩০ টাকা৷ ওই খরচ আরও কতটা কমানো যায়, তা নিয়ে শুরু হয়েছে দরাদরি৷ জানিয়েছেন কর্ণাটকের নির্বাচন আধিকারিক সঞ্জীব কুমার৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, যাঁদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে তাঁরা নয়া এই কার্ডের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনের ১৫ দিনের মধ্যে নতুন কার্ড পৌঁছে দেওয়া হবে বাড়িতে৷ তবে, এটা যে বাধ্যতামূলক হচ্ছে, তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি৷