অবশেষে ভোট দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী, কত শতাংশ ভোটদান হল

অবশেষে ভোট দিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী, কত শতাংশ ভোটদান হল

vote percentage

নয়াদিল্লি: ভোট শুরুর মুখে রক্তপাত হয়েছে ছত্তিশগড়ে। মাওবাদী হামলায় আহত হয়েছিলেন দুই ভোটকর্মী সহ এক জওয়ান। আর এদিনও ভোটপর্ব শুরুর পর ফের আইইডি বিস্ফোরণ হয় সেখানে। বিস্ফোরণে জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। বাকি সময় ধরে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে এই রাজ্যে। এদিকে জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ছত্তিশগড়ে ভোট পড়েছে ৪৪.৫৫ শতাংশ। অন্যদিকে সকালের জটিলতা কাটিয়ে অবশেষে ভোট দিতে পেরেছেন মিজোরামের মুখ্যমন্ত্রীও। 

মঙ্গলবার সকাল সকালই ভোট দিতে চলে গিয়েছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। কিন্তু আইজলের বুথ থেকে বেরিয়ে তিনি জানান, ভোট দিতে পারেননি। যান্ত্রিক গোলযোগের কারণে ভোট দেওয়া সম্ভব হয়নি। কিন্তু বেলা বাড়তেই সেই সমস্যা মেটে। আর জানা গিয়েছে, দুপুর ১টা পর্যন্ত মিজ়োরামে মোট ৫৩ শতাংশ ভোট পড়েছে। প্রসঙ্গত, গতকাল এবং আজ সকালের হামলার পর সুকমায় আবার হামলার ঘটনা ঘটে। ওই জেলার কোণ্টা এলাকায় নকশাল হামলা হয়েছে বলে জানা যায়। সুকমা জেলায় সেনা ক্যাম্প থেকে এলমাগুন্ডা গ্রামের একটি বুথে যাওয়ার সময় আইইডি বিস্ফোরণ ঘটে। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে সেনা সূত্রে খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =