নয়াদিল্লি: ইভিএমের সঙ্গে ১০০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ গণনার আর্জি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা পুরোপুরি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট৷ আজ, দেশের শীর্ষ আদালতের তরফে ভিভিপ্যাট স্লিপ গণনার আর্জি খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত৷
বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোটগণনা। তার আগে আজ এই ঘোষণা বেশ বিপাকে পড়েছে বিরোধী শিবির৷ এই একই দাবি জানিয়ে মামবা দায়ের করে ২১টি বিরোধী দল৷ সেই আর্জি আগেই খারিজ করে দেয় আদালত৷ টেক ফর অল নামের চেন্নাইয়ের একটি সংস্থার দায়ের করা মামলার শুনানিতে আজ বিচারপতি অরুণ মিশ্রর নেতৃত্বাধীন অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দেয়, প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ আগেই এই সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছে৷ ফলে এ বিষয়ে নতুন করে আর কোনও রায় দেওয়া যাবে না৷
Supreme Court dismisses the petition filed by a group of technocrats seeking a direction that the number of machines subject to verification of VVPATs to be increased to 100%. A vacation bench of the Apex Court did not find any merit in the petition filed by the technocrats. pic.twitter.com/TEVcHf3VbL
— ANI (@ANI) May 21, 2019
এর আগে চন্দ্রবাবু নায়ডু সহ বিরোধী নেতারা ইভিএম-এর সঙ্গে ৫০ শতাংশ ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন৷ গত ৭ মে সেই আবেদন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালত৷ গত ৮ এপ্রিল নির্বাচন কমিশনকে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখার পরিমাণ বাড়ানোরও নির্দেশ দেয় আদালত৷