৭ হাজার আমে সেজে উঠল দেবালয়!

৭ হাজার আমে সেজে উঠল দেবালয়!

মুম্বই: বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া উৎসব৷ শুভ মুহুর্ত এবং বছরের অন্যতম শুভ দিন হিসেবে বিবেচিত অক্ষয় তৃতীয়া বাঙালিরা তো বটেই, বেশিরভাগ ভারতীয়ই ভক্তি সহকারে পালন করেন৷ এবার আবার অক্ষয় তৃতীয়া ১৪মে, শুক্রবার হওয়ায় দিনটি আরও বিশেষ কারণে শুভ বলে মনে করা হয়েছে৷ এই দিনটিকে বিষ্ণুর অবতার পরশুরামের জন্মতিথি হিসেবেও ধরা হয়৷

বলা হয়, নতুন কোনও উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে এই দিনটি খুবই হিতকর৷ সেই কারণেই ভক্তরা যেমন পুজো-আচ্চায় মাতেন, তেমনই সামর্থ্য অনুযায়ী উৎসব পালন করেন ধুমধামের সঙ্গে৷ এবার অবশ্য করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় সেই উদ্যোগে কিছুটা ঘাটতি দেখা গিয়েছে। তবে তার পরেও যে একেবারে অনাড়ম্বরে অক্ষয় তৃতীয়া পালন হয়েছে তা নয়। যেমন এই শুভদিনে ৭ হাজার আম দিয়ে সাজানো হয়েছে মহারাষ্ট্রের পন্ধরপুরের শ্রী ভিট্টল রুক্মিণী মন্দির৷ অবশ্য মন্দির সাজানোয় ব্যবহৃত আম করোনা আক্রান্তদের মধ্যেই বিলি করার খবর মিলেছে৷

ভিট্টল রুক্মিণী মন্দিরের যে ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে, তাতে দেখা গিয়েছে, সুন্দর করে আম দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির৷ মন্দির সাজানোর জন্য যে ৭ হাজার আম ব্যবহার করা হয়েছে, তা নিবেদন করেছেন পুণের এক ব্যবসায়ী। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষেই শ্রী ভিট্টল রুক্মিণীকে ৭ হাজার আম উৎসর্গ করেছেন ওই ব্যবসায়ী৷ কিন্তু এর পর কী হবে আমগুলোর? নষ্ট হবে এত বিপুল পরিমাণ আম? না৷ এবার যেহেতু করোনার প্রকোপ থাবা বসিয়েছে সাধারণ মানুষের জীবনে, তাই ব্যবসায়ীর ইচ্ছা, ঈশ্বরকে নিবেদন করা ওই ৭ হাজার আম বিলিয়ে দেওয়া হোক করোনা আক্রান্তদের মধ্যে৷ অবশ্য শুধু আম নয়, মন্দির প্রাঙ্গনের শোভা বাড়াতে সাজানোর উপকরণ হিসেবে নিবেদন করা হয়েছে আনারস, বেদানা, পেয়ারা, আপেল, তরমুজের মতো অন্যান্য ফলও। যদিও এবার করোনা পরিস্থিতির কারণে অনেক মন্দির বন্ধ, চিকিৎসকদের পরামর্শ মেনে অনেকেই পুজো সেরেছেন বাড়ির চৌহদ্দিতে, তবু অক্ষয় তৃতীয়ার উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করেছে নেটদুনিয়ায় সাড়া ফেলা এই মন্দিরের ছবি-ভিডিও৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 5 =