ফের নিষেধাজ্ঞা! ভিস্তারার বিমানে কুণালের জন্য ‘নো এন্ট্রি’

চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে মুম্বই থেকে লখনউ যাওয়ার উড়ানে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঞ্চালক অর্ণব গোস্বামীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে। তার জেরে কুণালের উদ্দেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, গো এয়ার সংস্থা। তখন ভিস্তারা নামক সংস্থাটি তাঁর পাশে দাঁড়ালেও সম্প্রতি তারাও প্রায় দেড় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল কুণালে বিমানযাত্রায়। ভিস্তারা-র এমন সিদ্ধান্তের জবাবও মজার ছলে কুণাল দিয়েছেন।

দিল্লি: চলতি বছরের জানুয়ারি মাসের শেষের দিকে মুম্বই থেকে লখনউ যাওয়ার উড়ানে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঞ্চালক অর্ণব গোস্বামীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগ উঠেছিল স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার বিরুদ্ধে। তার জেরে কুণালের উদ্দেশে নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট, গো এয়ার সংস্থা। তখন ভিস্তারা নামক সংস্থাটি তাঁর পাশে দাঁড়ালেও সম্প্রতি তারাও প্রায় দেড় মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করল কুণালে বিমানযাত্রায়। ভিস্তারা-র এমন সিদ্ধান্তের জবাবও মজার ছলে কুণাল দিয়েছেন।