কাজ পেতে ভিজিটিং কার্ড পরিচারিকার, বাবুদের ঠেলায় অতিষ্ঠ মহিলা!

পুনে: কাজ পেতে এবার অভিনব উদ্যোগ পরিচারিকার৷ বাবুদের বরাত ছাপান ভিজিটিং কার্ড৷ আর পাঁচটা সাধারণ ভিজিটিং কার্ডের মতো পরিচারিকার কার্ডে উল্লেখ করেছেন, তিনি ঠিক কী কী পরিষেবা দেবেন৷ কার্ডে লেখা তাঁরা পেশায়৷ কোন পরিষেবায় কত পারিশ্রমিক তার খতিয়ানও দিয়েছেন তিনি৷ কিন্তু, পরিচারিকার এই পেশাদারি কার্ড দেখে হতবাক নেটদুনিয়া৷ নেটদুনিয়ায় কল্যাণে সেই ভিজিটিং কার্ড ভাইরাল হতেই

কাজ পেতে ভিজিটিং কার্ড পরিচারিকার, বাবুদের ঠেলায় অতিষ্ঠ মহিলা!

পুনে: কাজ পেতে এবার অভিনব উদ্যোগ পরিচারিকার৷ বাবুদের বরাত ছাপান ভিজিটিং কার্ড৷ আর পাঁচটা সাধারণ ভিজিটিং কার্ডের মতো পরিচারিকার কার্ডে উল্লেখ করেছেন, তিনি ঠিক কী কী পরিষেবা দেবেন৷ কার্ডে লেখা তাঁরা পেশায়৷ কোন পরিষেবায় কত পারিশ্রমিক তার খতিয়ানও দিয়েছেন তিনি৷ কিন্তু, পরিচারিকার এই পেশাদারি কার্ড দেখে হতবাক নেটদুনিয়া৷

নেটদুনিয়ায় কল্যাণে সেই ভিজিটিং কার্ড ভাইরাল হতেই রাতের ঘুম ছুটেছে গীতা কালের৷ দিন-রাত বেজে চলেছে মোবাইল৷ আসছে শুভেচ্ছা৷ শেষমেষ বিরক্ত হয়ে ফোনটাই বন্ধ করে দিতে বাধ্য হলেন গীতাদেবী৷ জানা গিয়েছে, তাঁর এই ভিজিটিং কার্ডের ভাবনাটির নেপথ্যে রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের এক কর্মী ভূমিকা৷ ওই ডিজিটাল মার্কেটিং কর্মীর বাড়িতে পরিচারিকার কাজ করেন গীতাদেবী৷ সম্প্রতি অন্য একটি বাড়ির কাজ হারান গীতা৷

মাসে ৪ হাজার টাকা কম আয় হওয়ায় চিন্তায় পড়ে যান তিনি৷ লোকসানের কথা ভেবে ওই ডিজিটাল মার্কেটিং কর্মী গীতাকে ভিজিটিং কার্ড তৈরি করে দেন৷ সেই কার্ড আবাসনের নিরাপত্তারক্ষীদের মাধ্যমে বিলি করান গীতাদেবী৷ ব্যাস! আর এতেই মিলল সাফল্য৷ ফোনে ফোনে বিপুল হারে কাজের প্রস্তাব আসায় এবার অতিষ্ঠ গীতাদেবী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 11 =