নয়াদিল্লি: সাংবাদিকের নগ্ন ভিডিয়ো ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ কাঠগড়ায় পুলিশ!
আরও পড়ুন- প্রধানমন্ত্রী কৃষি সম্মান যোজনায় বড় বদল, আটকে যেতে পারে কিস্তি
সম্প্রতি এক সাংবাদিককে নগ্ন অবস্থায় তাঁর ভিডিয়ো করেন ছয় পুলিশকর্মী। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন৷ অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য সরকার। এই ঘটনাটি কানপুরের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করল যোগী প্রশাসন৷ পাশাপাশি আরও চারজন পুলিশকর্মীকে পুলিশ লাইনে ‘অ্যাটাচ’ করার নির্দেশ দেওয়া হল৷
এই মামলার তদন্ত তত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছে কানপুর রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল প্রশান্ত কুমারের হাতে। এই ঘটনা প্রসঙ্গে তিনি জানান, এখনও পর্যন্ত দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সাসপেন্ড হওয়া পুলিশকর্মীদের মধ্যে একজন সাবইন্সপেক্টর পদে রয়েছেন। আইজি জানান, এই ঘটনার তদন্ত করছেন কানপুর সদরের সার্কেল অফিসার ঋষিকেশ যাদব৷
চলতি মাসের ঘটনা৷ গত ২০ এপ্রিল সোশ্যাল মিডিয়ায় দুটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়৷ সেখানে দেখা যায়, এক সাংবাদিকের কপাল থেকে রক্ত ঝরছে৷ রক্তাক্ত অবস্থাতেই তিনি নগ্ন হয়ে দাঁড়িয়ে রয়েছেন৷ আর তাঁর সেই পরিস্থিতির ক্যামেরাবন্দি করছেন এক পুলিশকর্মী। ওই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় নিজের বাবার কারখানায় আগুন ধরিয়ে দেন। কিন্তু তা বলে এমন ভিডিযো৷ যা নিয়ে তোলপাড় কানপুরের সাংবাদিক মহল৷ তারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন৷ কানপুর প্রেসক্লাবের সভাপতি অবনীশ দীক্ষিত বলেন, অভিযুক্ত সাংবাদিককে গ্রেফতার করে জেলে পাঠানো উচিত ছিল৷ কিন্তু এর পরিবর্তে তাঁর নগ্ন ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হল৷ যা অনুচিত৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>