কলকাতা: জনতা দল ইউনাইটেড থেকে বহিষ্কার করা হয়েছে ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরকে৷ এবার দল থেকে বহিস্কৃত হওয়ার পর সেই ভোটগুরুর নামে দায়ের হল এফআইআর৷
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পাটনায় ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোরের বিরুদ্ধে ৪২০ ধারা (প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তির বিতরণ) ও আইপিসির ৪০৬ ধরা (বিশ্বাস ভঙ্গে জন্য শাস্তি) এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছে৷ তাঁর ‘বাত বিহার কী’ প্রচার অভিযানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে৷
গত বৃহস্পতিবার প্রশান্ত কিশোর ‘বাত বিহার কী’ নামের একটি প্রচার কর্মসূচি ঘোষণা করেন৷ আগামী ১০০ দিনের মধ্যে ১০ কোটি যুবক এই প্রচারে অংশ নেবেন বলেও জানান তিনি৷ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে ঘোষিত ‘বাত বিহার কী’ কর্মসূচির লক্ষ্য, বিহারকে দেশের সেরা দশ রাজ্যের তালিকায় তুলে ধরা৷ একই সঙ্গে ওই কর্মসূচি ঘোষণা করে প্রশান্ত কিশোর তাঁর প্রাক্তন ‘মালিক’ তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে কটূক্তি করেন৷ অভিযোগ করেন, রাজ্যে পর্যাপ্ত উন্নয়ন করেনি নীতীশ৷ নীতীশ শাসনে বিহার পিছিয়ে পড়েছে বলেও কটাক্ষ করেন তিনি৷ এই কটাক্ষের পরই প্রশান্তের বিরুদ্ধে এফআইআর দায়ের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা৷
Bihar: FIR registered against political strategist Prashant Kishor in Patna under sections 420 (cheating & dishonestly inducing delivery of property) & 406 (punishment for criminal breach of trust) of the IPC for alleged plagiarism in his 'Bihar ki Baat' campaign. (file pic) pic.twitter.com/JL0jk7bmwo
— ANI (@ANI) February 27, 2020
নাগরিকত্ব সংশোধনী আইন থেকে শুরু করে এনআরসি কিংবা এনপিআর, কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক নীতির বিরোধিতা করে এসেছেন প্রশান্ত কিশোর৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড কেন্দ্রের এনডিএ সরকারের শরিক৷ নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষেই সংসদে ভোট দেন জনতা দল ইউনাইটেডের সাংসদরা৷ আর নিজের দলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন প্রশান্ত কিশোর। যা নিযে রাজনৈতিক মহলে জোর শোরগোল পড়ে যায়। জাতীয রাজনীতিতে এ নিয়ে চরম বিধ্বস্ত হতে হয় নীতীশ কুমারের পার্টিকে৷ দলের সহ-সভাপতি হযে প্রশান্ত কিশোর যেভাবে দলের বিরুদ্ধে সংবাদমাধ্যমের সামনে সরব ছিলেন তা নিয়ে নীতীশ কুমারকে সমালোচনার মুখে পড়তে হয়৷ শেষ পর্যন্ত তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জনতা দল ইউনাইটেড৷