রেলের চাকরি ছেড়ে ভোটের ময়দানে কুস্তিগীর ভিনেশ, যোগদান কংগ্রেসে

চণ্ডীগড়: প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরলেও বিজ্ঞাপনে তাঁর আয় বেড়েছে বহুগুণ৷ সেই কুস্তিগীর ভিনেশ ফোগাট দেশে ফেরার পর তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেস…

Vinesh Phogat joins Congress

চণ্ডীগড়: প্যারিস অলিম্পিক থেকে খালি হাতে ফিরলেও বিজ্ঞাপনে তাঁর আয় বেড়েছে বহুগুণ৷ সেই কুস্তিগীর ভিনেশ ফোগাট দেশে ফেরার পর তাঁর পাশে দাঁড়াতে দেখা যায় কংগ্রেস থেকে শুরু করে বিজেপির মুখ তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও৷ তারপর তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হলেও তিনি নিজে সে কথা স্বীকার করেননি৷ কিন্তু ভিনেশ এবার প্রত্যক্ষভাবে রাজনীতিতে এলেন৷ যোগ দিলেন কংগ্রেস দলে৷ (Vinesh Phogat joins Congress)

কুস্তিগীর ভিনেশ

সূত্রের খবর, রেলের চাকরি থেকে ইস্তফা দেন কুস্তিগীর ভিনেশ৷ নিজের এক্স হ্যান্ডেলে পদত্যাগপত্রের ছবি পোস্ট করে তিনি লেখেন,

‘রেলকে সেবা করাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা৷ কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি৷’

এরপর সেখান থেকে সোজা চলে যান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে৷ সঙ্গী অলিম্পিক পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া৷ দুই কুস্তিগির সেখানে বৈঠক সারেন খাড়গে ও কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের সঙ্গে৷ এরপরই কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, প্রাক্তন স্বর্ণজয়ী কুস্তিগীর সরকারিভাবে কংগ্রেসে হাত ধরলেন৷

কংগ্রেসে যোগদান

কংগ্রেসে যোগদান পর্বে ভিনেশ ফোগাত, বজরং পুনিয়া সহ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, হরিয়ানা কংগ্রেস প্রধান উদয় ভান প্রমুখ৷ হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হতে পারেন ভিনেশ, এমন জল্পনা ছিলই৷ সেই জল্পনা সত্যি করে কয়েকদিন আগেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তারকা কুস্তিগির৷

মহিলা কুস্তিগিরদের হেনস্তার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ-বজরংরা৷ সেইসময় মোদী সরকারের বিরুদ্ধে তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করার অভিযোগ তোলেন তাঁরা৷ কংগ্রেসে যোগ দেওয়ার পেছনে সেই ঘটনায় দায়ি বলে মত রাজনীতিক মহলের৷

আরও পড়ুন-

হাসিনা ইস্যু! ভারত বাংলাদেশের সম্পর্কে ‘ব্যাড এফেক্ট’?

বাংলাদেশ ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র! গেমচেঞ্জার ভারত?

RG Kar : আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি হচ্ছে না! সম্ভাবনা কবে?

National: Indian wrestler Vinesh Phogat has joined the Indian National Congress party. Known for her protests against the Wrestling Federation of India, Phogat’s decision to enter politics has sparked discussions.