বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্ভব নয়, সাফ জানাল ব্রিটেন, কোথায় জট?

বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্ভব নয়, সাফ জানাল ব্রিটেন, কোথায় জট?

নয়াদিল্লি: আইনি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লিকার ব্যারন বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্ভব নয়৷  এমনটাই জানিয়ে দিল ব্রিটিশ হাই কমিশন। সেইসঙ্গে আইনি বিষয়টি গোপনীয় বলেও জানিয়ে দিন তিনি।

বুধবার রাতে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয় যে, কোটি টাকার আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত পলাতক বিজনেস টাইকুন বিজয় মালিয়া ভারতে ফিরছেন৷ বুধবার রাতেই তাঁকে বিমানে তোলা হবে৷ কিন্তু বৃহস্পতিবার সকালে সেই রিপোর্ট কার্যত খণ্ডন করে বিজয় মালিয়া শিবির জানায়, মালিয়ার ভারতে আসার তথ্য সম্পূর্ণ মিথ্যা। 

অন্যদিকে, বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশনের এক মুখপাত্র বলেন, ‘‘গত মাসে বিজয় মালিয়া তাঁর প্রত্যার্পণের বিরুদ্ধে আপিল করেছিলেন৷ তাঁর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। ব্রিটেন সুপ্রিম কোর্টে তিনি আর আবেদন করতে পারবেন না৷  তবে, তাঁর প্রত্যর্পনের আগে আরও একটি আইনি ইস্যু রয়েছে, যেটা সমাধান করা প্রয়োজন৷’’

হাইকমিশনের মুখপাত্র আরও বলেন, ‘‘ব্রিটেনের আইন অনুসারে, এই আইনি সমস্যা মিটমাট না হওয়া পর্যন্ত বিজয় মালিয়ার প্রত্যর্পণ সম্ভব নয়। বিষয়টি অত্যন্ত গোপনীয়৷ সুতরাং এই বিষয়ে বিস্তারে বলা সম্ভব নয়৷ এই ইস্যুটি কতদিনে সমাধান হবে, সেটাও বলা সম্ভব নয়৷ তবে দ্রুত এটি সমাধান করতে চাই আমরা।'' 

গত মাসেই ২০১৮ সালের একটি মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ব্রিটেন সুপ্রিম কোর্টে মালিয়ার আপিল করার আর্জি খারিজ হয়ে যায়। ৬৪ বছরের প্রবীণ ব্যবসায়ী ‘অ্যাসাইলাম ক্লেন' করেছিলেন কিনা, সেটাও স্পষ্ট নয়৷ ব্রিটেনের আইন অনুসারে, ‘অ্যাসাইলাম ক্লেম' হল সেদেশে শরণার্থী হিসেবে থেকে যাওয়ার অনুরোধ। এই আবেদনের নিষ্পত্তি না হলে প্রত্যর্পণ সম্ভব নয়। সে দেশের আইন অনুযায়ী, সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সিদ্ধান্ত নেওয়ার ২৮ দিনের মধ্যে প্রত্যর্পণ করা হয়৷ 

অনেক দিন ধরেই ব্রিটেনে গা ঢাকা দিয়ে রয়েছেন বিজয় মালিয়া৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ, ব্যাংক থেকে ৯,৯৬১ কোটা টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে গিয়েছেন তিনি৷ তাঁকে দেশে ফেরাতে পারলে নিঃসন্দেহে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য একটি বিরাট জয় হিসেবে ধরা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =