সরকারি বাসে ভাঙচুর চালাতে এগিয়ে আসছে উম্মত্ত জনতার দল। কিন্তু বাধা হয়ে দাঁড়ালেন পুলিশ অফিসার মোহনা আইয়ার। বলতে গেলে প্রায় একাই ঠেকিয়ে দিলেন এই পুলিশ অফিসার। সোশাল মিডিয়ায় ভাইরাল বাস্তবের সিঙ্ঘমের সেই ভিডিও।
শবরীমালার আয়াপ্পা মন্দিরে নিষিদ্ধ বয়সের মহিলাদের প্রবেশ নিয়ে ক’দিন ধরেই উত্তাল কেরল। সেই আঁচ ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুতেও। সরকারি সম্পত্তি ভাঙচুর, কিংবা জনতা পুলিশ ধস্তাধস্তির অনেক ঘটনাই এসেছে সামনে। কিন্তু তারমধ্যেও নেটিজেনদের প্রশংসা আদায় করে নিয়েছে এই অকুতোভয় পুলিষ অফিসার। শুক্রবার ঘটনাটি ঘটে তামিলনাড়ুর কালিয়াক্কভিয়ালিতে। যমদূতের মতো ক্ষিপ্ত জনতার সামনে দাঁড়িয়ে পড়েন মোহনা আইয়ার। পাল্টা জনতার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন, সাহস থাকলে কেউ বাস ছুঁয়ে দেখাক। বলাবাহুল্য, কর্পূরের মতো উবে যায় কট্টরবাদীদের সাহস। দ্রুত রণে ভঙ্গ দেন তারা।
#SabarimalaStandOff “Dare to touch the buses if you can face the consequences,” this is how Tamil Nadu cop single-handedly challenged the mob of protesters and stopped them from vandalising public property. Stop the Violence. pic.twitter.com/N3mZnqQwOV
— SAKSHI KHANNA (@tweetsakshi) January 5, 2019