বেড়েই চলেছে করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বার্তা মোদির

বেড়েই চলেছে করোনা সংক্রমণ, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বার্তা মোদির

নয়াদিল্লি: করোনায় মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। এবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মনে করা হচ্ছে যে,২১ দিনের মাথায় লকডাউন উঠবে নাকি লকডাউন পর্ব বাড়বে, সেই নিযয় আলোচনা হবে বৈঠকে। কথা হবে প্রতিটি রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়েও বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে৷
দেশজুড়ে লকডাউন। কিন্তু তবুও বেড়েই চলেছে মৃতের সংখ্যা। ইতিমধ্যেই গোটা দেশে আক্রান্তের সংখ্যা ১৬৫৭। মৃত্যু হয়েছে ৩৮ জনের। এই পরিস্থিতিতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। গোটা কথাবার্তা হবে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর বৃহস্পতিবার সকাল ১১টার সময়ে এই কনফারেন্স হবে৷ ভারতে করোনার ভরকেন্দ্র হয়ে উঠেছে নিজামুদ্দিন৷ এই নিজামুদ্দিনে তবলিঘি  জামাতে অংশগ্রহণকারীরা প্রশাসন থেকে সাধারণ মানুষের ঘুম কেড়েছে৷ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে৷

মঙ্গলবার অন্ধ্রপ্রদেশ ও দিল্লিতে মোট ৩৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ সকলেই নিজামুদ্দিনের জমায়েতে গিয়েছিলেন৷ আজকে তামিলনাড়ুতে ১১০ জনের শরীরে সকরোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ সকলের সঙ্গে নিজামুদ্দিনের যোগসূত্র রয়েছে৷ অন্য দিকে, বাংলায় ৭১ জন নিজামুদ্দিনের জমায়েতে গিয়েছিলেন৷  নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, তাঁর মধ্যে ৫৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে৷ ৪০ জন বিদেশি রয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 17 =