ফুচকার ফিউশন! অভিনব ফুচকা বানিয়ে তাক লাগালেন বিক্রেতা

ফুচকার ফিউশন! অভিনব ফুচকা বানিয়ে তাক লাগালেন বিক্রেতা

নয়াদিল্লি: ভারতীয় মানেই খাদ্যরসিক৷ নিত্য নতুন খাবারের স্বাদ চেখে দেখতে ভালোবাসে না, এমন মানুষ হাতে গোনা৷ নেটদুনিয়ার দৌলতে অদ্ভুত অদ্ভুত সব খাবারের দর্শন মেলে হামেশাই৷ অধিকাংশ সময়েই যা ভাইরাল হয়ে যায়৷ এবার দেখা গেল ফুচকার ফিউশন৷ জিভে জল আনা তেঁতুল জলের বদলে ঠাণ্ডা পানীয়র সঙ্গে ফুচকা বানিয়ে তাক লাগালেন জয়পুরের ফুটকা বিক্রেতা৷ তাঁর এই অভিনব ফুচকা নজর কেড়েছে নেটনাগরিকদের৷ 

আরও পড়ুন- এখনই বাড়ছে না মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স, বিল গেল স্ট্যান্ডিং কমিটিতে

ইনস্টাগ্রামে ‘ছাটুরে ব্রাদার্স’ নামে এক ইউজার জয়পুরের ওই ফুচকা বিক্রেতার ভিডিয়োটি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তেঁতুল জলের বদলে ওই ফুচকা বিক্রেতা একটি পাত্রের মধ্যে নামী সংস্থার ঠান্ডা পানীয় ঢালছেন। তার পর ওই ঠান্ডা পানীয় দিয়েই নতুন কায়দায় ফুচকা পরিবেশন করছেন৷  ওই ভিডিয়োটিতে ওই ব্যক্তির প্রাথমিক প্রতিক্রিয়া দেখে মনে হবে ফুচকাটি তাঁর দারুণ ভালো লেগেছে৷ কিন্তু কিছুক্ষণ পরই সেই ভুল ভেঙে যাবে৷ কারণ ভিডিয়োটির ক্যাপশনে তিনি লেখেন,  ‘মিরিন্ডা ফুচকাগুলো একটু বেশিই মিষ্টি হয়ে গিয়েছিল।’ 

ডিসেম্বরের গোড়ায় ফুচকার এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছিল৷ যা প্রায় ৪৫ লক্ষ ইউজার দেখে ফেলেছেন৷ ১৮ লক্ষ ইউজার তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন৷ কেউ কেউ জানতে চেয়েছেন ওই ফুচকা খেয়ে তিনি পয়সা দিয়েছেন কিনা৷ কেই আবার জানতে চেয়েছেন এর পর দুধ দিয়ে ফুচকা বানানোর ভিডিয়ো শেয়ার করবেন৷ চেখে দেখবেন নাকি ঠাণ্ডা পানীয়ের ফুচকা?  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =