কী কাণ্ড! ‘টাটকা রাখতে’ নালার জলে ধনেপাতা ধুচ্ছেন সব্জি বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

কী কাণ্ড! ‘টাটকা রাখতে’ নালার জলে ধনেপাতা ধুচ্ছেন সব্জি বিক্রেতা, ভাইরাল ভিডিয়ো

ভোপাল: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন এক সব্জি বিক্রেতা৷ তাঁর কাণ্ডকারখানার ভিডিয়ো দেখে চমকে উঠেছেন ক্রেতারা৷ ভাবছেন তো কী এমন করলেন ওই বিক্রেতা! 

আরও পড়ুন- পরীক্ষা সফল, ৫ হাজার কিলোমিটার দূরে থাকা শত্রুঘাঁটি উড়িয়ে দেবে অগ্নি-৫

আসলে সব্জি টাটকা রাখতে সবজির উপর জল ছেটানোই দস্তর৷ অনেকে আবার সব্জি জলেও চুবিয়ে নেন৷ কিন্তু তা বলে নর্দমার জল! হ্যাঁ, ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে ধনেপাতার আঁটি নিয়ে নালার জলে চোবাচ্ছেন ওই বিক্রেতা৷ ভিডিয়োটি ভোপালের৷ ছবি দেখে মনে হচ্ছে ঘটনাটি ভোররাতের৷ তখনও সূর্যের আলো ফোটেনি৷ ওই সব্জি বিক্রেতা ধনেপাতার বস্তার উপর আঁটিগুলি রাখছেন৷ তারপর সেগুলি টাটকা রাখতে ডুবিয়ে দিচ্ছেন নোংরা নালার জলে৷ তার পর ফের সেগুলি এনে বস্তার উপর রাখছেন৷ 

এই ভিডিয়োটি শেয়ার করেছেন সুধীর দান্ডোটিয়া নামে এক টুইটার ইউজার৷ ভিডিয়োটিতে শোনা যায়, ওই সব্জি বিক্রেতাকে এই কাজ করতে নিষেধ করছেন তিনি৷ তিনি বলেন, ‘একে চিনে রাখুন৷ মানুষের জীবনের কোনও পরোয়াই নেই ওঁর৷ এর কাছ থেকে সবজি কিনবেন না৷ নর্দমার নোংরা জলে সব্জি ধুচ্ছে৷’ এর পর ওই সব্জি বিক্রেতার নাম জিজ্ঞাসা করেন তিনি৷ যদিও নিজের নাম জানাননি ওই বিক্রেতা৷ সুধীর বলেন, এভাবে নোংরা জলে সবজি ধুলে তো মানুষ অসুস্থ হয়ে পড়বে৷ তাঁকে যতই নোংরা জলে সব্জি ধুতে বারণ করা হোক না কেন, কোনও হেলদোলই দেখা গেল না সব্জি বিক্রেতার মধ্যে৷ 

টুইটারে ভিডিয়োটি শেয়ার করে জেলাশাসক এবং পুলিশ কমিশনারকে ট্যাগ করেন সুধীর। ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। ওই সবজি বিক্রেতাকে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুরনিগম এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন জেলাশাসক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *