জয়পুর: বলিউড সঙ্গীত শিল্পী কনিকা কাপুরের কোভিড-১৯ ধরা পড়ার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে গিয়েছিলেন বসুন্ধরা রাজে৷ শনিবার রিপোর্টে কোভিড-১৯ নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে৷ ব্রিটেন থেকে কনিকা কাপির দুবাই হয়ে ভারতে ফেরেন৷ এরপর কনিকা কাপুর একটি বড় পার্টিতে যোগ দেন৷ সেখানে তাঁর ছেলে দ্যুষ্মন্ত সিংও ছিলেন৷ হোম কোয়ারেন্টাইনে তিনিও গিয়েছিলেন বলে জানা গিয়েছে৷
শুক্রবার বলিউড শিল্পী কনিকা কাপুরের কোভিড-১৯ পজেটিভ আসার পর থেকেই একের পর এক খবর আসতে শুরু করে৷ জানা যায়, কনিকা কাপুরের সঙ্গে পার্টি করার পর দ্যুষ্মন্ত সিং একাধিক সাংসদের সংস্পর্শে এসেছিলেন৷ দ্যুষ্মন্ত সিংয়ের খবর আসার পরেই সেলফ কোয়ারেন্টাইনে যান রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন৷ তিনি জানান, দ্যুষ্মন্তের সঙ্গে তিনি অনেকটা সময় কাটিয়েছিলেন৷ দ্যুষ্মন্ত সিং রাষ্ট্রপতি ভবনেও গিয়েছিলেন৷ ফলে টেনশনে রয়েছেন অনেকেই৷
অন্য দিকে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩২৩৷ ভারতে করোনা ভাইরাসে আক্রান্তে সুস্থ হয়েছেন ২৩ জন ৷ বিদেশ থেকে আক্রান্ত হয়ে ভারতে এসেছেন ১৫৭৷ ৪১ জন বিদেশি রয়েছে বলে জানা গিয়েছে৷ পশ্চিমবঙ্গে শনিবার দুই জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ বাংলায় মোট আক্রান্তের সংখ্যা চার৷ শনিবার ৫৪ বছরের এক জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে৷ কিন্তু তিনি কোনও বিদেশ থেকে আসা ব্যক্তির সংস্পর্শে আসেননি বলে জানাননি৷ তবে কোথা থেকে করোনা ভাইরাস তাঁর শরীরে এল, তা জানা যায়নি৷ স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, ওই প্রৌঢ়ের বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে বলে জানানো হয়েছে৷