ভারতে করোনা-টিকার বণ্টন কীভাবে? জানাল সিরাম ইনস্টিটিউট

ভারতে করোনা-টিকার বণ্টন কীভাবে? জানাল সিরাম ইনস্টিটিউট

42864098d974596052ed618138f46371

পুনে: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা যদি পূর্ণমাত্রায় সফল হয়, তাহলে ভারতের সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়া হবে সরকারির মাধ্যমে৷ দেশের প্রতিটি মানুষ যাতে ওই টিকা পেতে পারেন, তার ব্যবস্থাও সরকারের মাধ্যমে করা হবে বলে জানা গিয়েছে৷ সোমবার বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া৷

সিরাম ইনস্টিটিউটের সিইও আদুর পুনাওয়ালার ট্যুইটবার্তায় জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি টিকা পৃথিবীর সমস্ত পার্সি সম্প্রদায়ের মানুষকে দেওয়া হবে৷ তাঁদের জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থা রাখা হচ্ছে৷ এক শিল্পপতির সঙ্গে টুইটে কথোপকথনে এই মন্তব্য করেন তিনি৷

পুনাওয়ালা নিজে পার্সি হওয়ায় তাঁর ওই ট্যুইট গোটা বিশ্বজুড়ে জলঘোলা করতে শুরু করে৷ সেই প্রেক্ষিতে এদিন বিবৃতি দিয়ে সংস্থার তরফে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বিস্তারিত ভাবে ব্যাখ্যা দিতে হল সিরাম ইনস্টিটিউটকে৷ জানানো হয়েছে, বাস্তবে ট্রায়াল শেষ হওয়ার পর টিকা সফল হলে সবাই তা পেতে পারেন৷ সাধারণ মানুষকে সরাসরি বাজার থেকে টিকা কিনতে হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে টিকা বণ্টনের দায়িত্বে থাকা সিরাম ইনস্টিটিউট৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *