বিধ্বংসী আগুনে পুড়ে খাক ২৫ লক্ষ টিকা! মুখে কুলুপ প্রশাসনের!

বিধ্বংসী আগুনে পুড়ে খাক ২৫ লক্ষ টিকা! মুখে কুলুপ প্রশাসনের!

ইন্দোর: দেশজুড়ে টিকার আকালের মধ্যেই ইন্দোরে একটি গুদামে প্রায় ২৫ লক্ষ টিকা পুড়ে নষ্ট হয়ে গেল। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সোমবার সকালেইন্দোরে ভারত সেরাম অ্যান্ড ভ্যাকসিনস লিমিটেডের একটি গুদামে  আগুন লাগার খবর পাওয়া যায়। আগুন লাগার খবর পেয়েই পুলিশ এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বিপুল পরিমাণ টিকা আগুনের গ্রাসে নষ্ট হয়ে গিয়েছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। রবিবারই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের হাতে প্রায় পৌনে ২ কোটি করোনার টিকা রয়েছে। আগামী ৩ দিনে আরও ৫১ লক্ষ টিকা পৌছে দেওয়া হবে। কিন্তু এর মধ্যেই মধ্যপ্রদেশের ইন্দোর থেকে গুদামে আগুন লেগে ২৫ লক্ষ টিকা পুড়ে নষ্ট হওয়ার খবরে হতাশ আমজনতা। পরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনে প্রায় ২৫ লক্ষ টাকার টিকা পুড়ে নষ্ট হয়ে গিয়েছে৷ তবে টিকার নির্দিষ্ট ঠিক কত ডোজ নষ্ট হয়েছে, তা এই মুহূর্তে জানা যায়নি। মূল্যায়ন চলছে৷ এই গুদামে ব্ল্যাক ফাংগাসের চিকিৎসার ইঞ্জেকশনও মজুত করা ছিল। গুদামে আগুন লাগায় সেগুলিও নষ্ট হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, করোনায় দেশজুড়ে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সেই বৈঠকেই আশার বাণী শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের গলায়। তিনি জানান, এখনও পর্যন্ত ১৮ কোটি দেশবাসী টিকা পেয়ে গিয়েছেন। আগামী জুলাই মাসের মধ্যেই ৫১.৬ কোটি মানুষকে টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে। টিকার বিপুল চাহিদার কথা মাথায় রেখেই জোগান বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই কেন্দ্রের তরফে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ছাড়াও রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী দিনে আরও চারটি ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে বলেও জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। ফাইল ছবি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =