অবশেষে দেখা মিলল সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের, ক্যামেরায় বললেন, ‘ভালো আছি’

অবশেষে দেখা মিলল সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের, ক্যামেরায় বললেন, ‘ভালো আছি’

Workers Trapped

দেরাদুন: ১০ দিন কেটে গিয়েছে। এখনও উদ্ধার করা সম্ভব হয়নি উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের। কিন্তু এতদিন পর সুড়ঙ্গের ভিতর থেকে তাদের দেখা অন্তত মিলল। আসলে গতকাল রাতে একটি ক্যামেরাকে ৬ ইঞ্চি পাইপের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে পাঠানো হয়। যে ক্যামেরার মাধ্যমেই পাওয়া গিয়েছে আটকে পড়া শ্রমিকদের ছবি। দেখা গিয়েছে, একজন সাদা হেলমেট পড়ে দাঁড়িয়ে আছেন। এছাড়া এতদিন ধরে যে ড্রাই ফ্রুটসের মতো শুকনো খাবার ও জল পাঠানো হচ্ছিল, সেটারও বদল ঘটিয়ে প্রথমবার খিচুড়ি পাঠানো হয়েছে। (Workers Trapped )

প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছিল, শ্রমিকদের উদ্ধার করতে ৬০ মিটার পর্যন্ত গর্ত তৈরি করার পরিকল্পনা আছে। এরপর সেই গর্তে ৮০০ এবং ৯০০ মিলিমিটার ব্যাসের একটি পাইপ ঢুকিয়ে তার মধ্যে দিয়ে বার করে আনা হবে শ্রমিকদের। কিন্তু উদ্ধারকাজ চলাকালীন সম্প্রতি আরও একটি ফাটলের আওয়াজ পাওয়া যায় সুড়ঙ্গের ভিতর থেকে। যার ফলে উদ্ধারকাজ কিছু সময়ের জন্য বন্ধ থাকে। তবে আপাতত একটি এন্ডোস্কোপিক ক্যামেরা সুড়ঙ্গের ভিতরে পাঠিয়ে শ্রমিকদের বর্তমান হাল সম্পর্কে কিছু তথ্য মিলেছে। ক্যামেরার দিকে তাকিয়ে শ্রমিকরা হাত নাড়িয়েছেন, কথাও বলেছেন। তারা জানিয়েছেন, এই মুহূর্তে ভালো আছেন। 

এই ইস্যুতে ইতিমধ্যেই সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি জানিয়েছেন, সমস্ত শ্রমিকরা সম্পূর্ণ সুরক্ষিত আছেন। তাঁদেরকে যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ অবস্থায় বাইরে বের করে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। আপাতত ১৬৫ জন উদ্ধারকারী উত্তরকাশীর সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ইন্দো টিবেটিয়ান পুলিশ এবং বর্ডার রোডওয়েজ়ের বাহিনী।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =