শেষ পর্যায়ে ‘ঝুঁকি’ রয়েছে! ফের থমকে উত্তরকাশীর উদ্ধারকাজ

শেষ পর্যায়ে ‘ঝুঁকি’ রয়েছে! ফের থমকে উত্তরকাশীর উদ্ধারকাজ

uttarkashi

দেরাদুন: শুক্রবার রাতের মধ্যে ভালো খবর পাওয়া যাবে এমন আশা ছিল বহু মানুষের। কিন্তু শেষমেষ কোনও ভালো খবর তো এলই না, উলটে থমকে গেল উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিকদের উদ্ধারকাজ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পিএস ধামী আশাবাদী ছিলেন যে, গতকাল রাতের মধ্যেই এই উদ্ধারকাজ সম্পন্ন হবে। কিন্তু ধসের শেষ প্রান্তে পৌঁছতেই পারেনি উদ্ধারকারী দল। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খননের যন্ত্র অগার মেশিনে আচমকা যান্ত্রিক গোলযোগ হওয়ায় বন্ধ করতে হয়েছে কাজ। তার আগে পর্যন্ত ৫৭ মিটার ধস অতিক্রম করার কাজ করতে করতে ৪৬.৮ মিটার পর্যন্ত পথ অতিক্রম করেছিল এই যন্ত্র। কিন্তু শেষ পর্যন্ত যাওয়ার আগেই কাজ থামাতে হয়েছে। ফলে আপাতত সুড়ঙ্গের ভিতর আটকে থাকা ৪১ জন শ্রমিকের উদ্ধার হওয়া অনিশ্চিত। তবে কেন যান্ত্রিক গোলযোগ ঘটল যন্ত্রে? জানা গিয়েছে, যন্ত্রটি যে উঁচু জায়গার ওপর রেখে খননের কাজ চালানো হচ্ছিল, সেই জায়গাটিতে ফাটল দেখা দিয়েছে। 

রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, উদ্ধারকাজের শেষ পর্যায়ে অনেক বেশি সাবধান হতে হবে। কোনও রকম ঝুঁকি নেওয়া যাবে না। আপাতত যে জায়গায় উদ্ধারকাজ আটকে আছে তা বেশ ঝুঁকিপূর্ণ। তাই সতর্ক হয়ে দ্রুত কাজ সারতে হবে। উদ্ধারকাজে প্রয়োজনীয় সমস্ত সাহায্য করবে সরকার।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *