uttarkashi tunnel
দেরাদুন: উত্তরকাশির সুড়ঙ্গে ১০ দিন ধরে আটকে পড়া শ্রমিকদের কি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করা সম্ভব হবে? আপাতত এর স্পষ্ট উত্তর না মিললেও ইঙ্গিত কিন্তু মিলছে। উত্তরাখণ্ডের প্রশাসনিক কর্তাদের দাবি, আর ২৪ ঘণ্টার মধ্যে ভালো খবর আসতেই পারে। কারণ সুড়ঙ্গে খুঁড়ে তাঁদের বের করতে আর খুব কম কাজই বাকি আছে বলে দাবি।
প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছিল, শ্রমিকদের উদ্ধার করতে ৬০ মিটার পর্যন্ত গর্ত তৈরি করার পরিকল্পনা আছে। এরপর সেই গর্তে ৮০০ এবং ৯০০ মিলিমিটার ব্যাসের একটি পাইপ ঢুকিয়ে তার মধ্যে দিয়ে বার করে আনা হবে শ্রমিকদের। এই মুহূর্তে জানা গিয়েছে, আর মাত্র ১৮ মিটার খুঁড়ে ফেললেই শ্রমিকদের কাছে পৌঁছনো সম্ভব হবে। প্রশাসনিক কর্তাদের দাবি, শ্রমিকদের বের করে আনতে ২০ মিটারেরও কম পাথর এবং ধ্বংসাবশেষ সরাতে হবে। সেটাতে সফল হলেই ওই শ্রমিকরা বেরিয়ে আসতে পারবেন। আর এই কাজ আগামী ২৪ থেকে ২৬ ঘণ্টার মধ্যে হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
অনুমান করা হচ্ছে, সুড়ঙ্গের শ্রমিকরা অন্তত ৫৭ মিটার নীচে আটকে রয়েছেন। আর এই মুহূর্তে পর্যন্ত ৩৯ মিটার পর্যন্ত পাথর খোঁড়া হয়ে গিয়েছে। বাকি কাজ সঠিক পথে এগোলে নির্ধারিত সময়ের মধ্যেই তা সম্পন্ন হতে পারে। তা হলে বৃহস্পতিবার সকালে বড় খবর মেলার ইঙ্গিত রয়েছে। ইতিমধ্যেই সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের পাঠান হয়েছে পোলাও, মটর পনির এবং দু’টি করে রুটি। সঙ্গে আপেল, লেবুর মতো ৫ থেকে ১০ কেজি ওজনের ফল দেওয়া হয়েছে।