ফের কেদারনাথে মেঘ ভাঙা বৃষ্টি, ভাঙছে পাহাড়, আটকে প্রায় ২০০ জন তীর্থযাত্রী

দেহরাদুন: ফের বিপর্যয়ের মুখে কেদারনাথ। মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ডের মন্দির শহর। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ মিটার দীর্ঘ রাস্তা। এদিকে, পাহাড়ে ধস নেমে আটকে…

kedernath

দেহরাদুন: ফের বিপর্যয়ের মুখে কেদারনাথ। মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ডের মন্দির শহর। লাগাতার বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ মিটার দীর্ঘ রাস্তা। এদিকে, পাহাড়ে ধস নেমে আটকে পড়েছেন পর্যটকেরা৷ প্রায় ২০০ জন পর্যটক কেদারনাথে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। লাগাতার বৃষ্টির জেরে হু হু করে বাড়তে শুরু করেছে মন্দাকিনী নদীর জলস্তরও। যা বিপদের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে৷

বুধবার উত্তরাখণ্ডের তেহরিতে প্রথম মেঘ ভাঙা বৃষ্টি নামে। মুষলধারে বৃষ্টির সেই ধাক্কাায় ভেঙে পড়ে একটি হোটেল। দুই পর্যটকের মৃত্যু হয়৷ নিখোঁজ এক। এর কিছুক্ষণ পরই খবর আসে কেদারনাথেও মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে৷ যা উস্কে দেয় ২০১৩ সালের স্মৃতি৷ প্রাকৃতিক বিপর্যয়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল উত্তরাখণ্ড৷ বুধবার মেঘ ভাঙা বৃষ্টি নামতেই হাই অ্যালার্ট জারি করে স্থানীয় প্রশাসন৷ শুরু হয় পূণ্যার্থীদের উদ্ধারের কাজ৷