রাজধানী পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘গর্বিত হিন্দু’ বলে নিজেকে পরিচয় দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

রাজধানী পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট, ‘গর্বিত হিন্দু’ বলে নিজেকে পরিচয় দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

us prez

নয়াদিল্লি: ভারতে আয়োজিত জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে রাজধানী নয়াদিল্লি চলে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁর বিমান। জানা গিয়েছে, রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন। মোদীর ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে যোগ দেবেন নৈশভোজে। অন্যদিকে, ভারতে পা রেখেই ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে অভিহিত করেন। 

এই জি-২০ সম্মেলন নিয়ে কৌতূহলের কোনও শেষ নেই। ইতিমধ্যেই তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বরা দেশে হাজির হয়েছেন। এই সম্মেলন থেকে বিশ্বকে ভারত যে গুরুত্বপূর্ণ এক বার্তা দিতে চলেছে তা বলাই বাহুল্য। নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে জি২০ শীর্ষ সম্মেলন শুরু হবে শনিবার সকালে। তার আগে আজ নৈশভোজের যে আয়োজন হয়েছে তাতেই ভীষণ রকমের উত্তাপ ছড়িয়েছে সর্বত্র। এদিকে মার্কিন প্রেসিডেন্টের থাকার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। দিল্লির আইটিসি মৌর্য শেরাটনে ৪০০ ঘর ভাড়া নেওয়া হয়েছে। এদিকে হিন্দু ধর্ম নিয়ে বিশেষ মন্তব্য করে এই মুহূর্তে শিরোনামে চলে এসেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক। তাঁর কথায়, আমি গর্বিত হিন্দু। সেভাবেই আমি বড় হয়েছি। এবার যদি কোনও মন্দিরে যেতে পারি সেটা খুবই ভালো হবে। 

প্রসঙ্গত, জি-২০ সামিটের আগের রাতের মেনু নিয়েও চর্চা কম নয়। সূত্র মারফত জানা গিয়েছে, টসড ইন্ডিয়ান গ্রিন স্যালাড থেকে শুরু করে চিকপি সুনডাল, পাস্তা, রোস্টেড আমন্ড অ্যান্ড ভেজিটেবল ব্রথ থাকছে শুরুতে। তারপর মেইন কোর্সে উত্তরপ্রদেশের বিখ্য়াত পনীর লবাবদার, অন্ধ্রপ্রদেশের সবজি কোর্মা, পঞ্জাবের পেঁয়াজ জিরা কি পোলাও রাখা হয়েছে। এছাড়া তন্দুরি রুটি, বাটার নান তো আছেই।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 8 =