ভারতীয় কর্মীদের সাময়িক ভিসা বন্ধের সিদ্ধান্ত আমেরিকার

ভারতীয় কর্মীদের সাময়িক ভিসা বন্ধের সিদ্ধান্ত আমেরিকার

ওয়াশিংটন: এইচ-১বি ভিসা সহ বিদেশি কর্মীদের জন্য সমস্ত ধরনের ভিসা অনুমোদন বন্ধের সিদ্ধান্ত নিল আমেরিকা। পরবর্তীকালে ভিসা ও গ্রিন কার্ড দেওয়ার বিষয়ে নতুন করে পরিকল্পনা নেওয়া হবে বলে জানা গিয়েছে। উচ্চবেতন ভুক্ত কর্মচারীরা আমেরিকায় ভিসা বা গ্রিন কার্ডে আগ্রাধিকার পাবে বলে জানা গিয়েছে।

মার্কিন প্রশাসনের শীর্ষস্থানীয় আধিকারিক জানিয়েছেন, এইচ-১বি, কয়েকজন এইচ-১বি ভিসাধারীর সঙ্গীর জন্য এইচ-৪  ভিসা স্থগিত রাখা হচ্ছে। পাশাপাশি কম দক্ষ কর্মীদের জন্য এইচ-২বি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মীদের জন্য কয়েকটি জে ক্যাটেগরি এবং সংস্থার মধ্যে বদলির জন্য এল-১ ভিসাও দেওয়া হবে না। এর ফলে আমেরিকায় ৫২৫,০০০ মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে।

করোনা আবহে ৪৬ মিলিয়ন মানুষ চাকরি খুইয়েছেন। সেক্ষেত্রে ভিসার রাশ টেনে আমেরিকার বেকারদের জন্য পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে। এই সিদ্ধান্তে আমেরিকায় কিছুটা অক্সিজেন পাবেন বলে মনে করা হচ্ছে। এমনতিতেই ট্রান্প চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাকফুটে ছিলেন। শুধু তাই নয়, করোনা আবহে তিনি প্রবল সমালোচনার মুখেও পড়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *