ওয়াশিংটন: আমেরিকায় হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা৷ আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে গিয়েছে৷ মৃতের দিক থেকে স্পেনকেও ছাড়িয়ে গিয়েছে আমেরিকায়৷ করোনায় আমেরিকায় ১১ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে৷ ১০ জন নিউ ইয়র্কের ও এক জন নিউ জার্সির বলে জানা গিয়েছে৷ আরও ১৬ জন প্রবাসী ভারতীয় করোনায় আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে চার জন মহিলা রয়েছেন বলে জানা গিয়েছে৷
নিউ ইয়র্কে ১০ জন মৃতের মধ্যে চার জন ট্রাক্সি ড্রাইভার ছিল বলে জানা গিয়েছে৷ শের মানুষের এক সঙ্গে বসবাস করে। এইসবকেই করোনা ভাইরাসের কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক সপ্তাহে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে মারাত্মক হারে বাড়তে থাকা করোনা আক্রান্তের সংখ্যা নিয়ে শঙ্কায় প্রবাসীরা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অন্যদিকে এই মুহূর্তে ১৬ জন প্রবাসী ভারতীয়র দেহে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গেছে। জানা গেছে, এইসব প্রবাসী ভারতীয়দের সেল্ফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই মুহূর্তে করোনা ভাইরাসের এপিসেন্টার নিউ ইয়র্ক। আর তার পরেই রয়েছে নিউ জার্সি। সেখানে আক্রান্তের সংখ্যা ৪৮ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১,৫০০ জন মানুষের।
আমেরিকায় ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা মহামারী৷ প্রতিদিন লাফিয়ে লাপিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ আমেরিকায় ইতিমধ্যে চার লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন৷ ১৪ হাজারের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন৷ করোনায় আমেরিকায় ফের দুই হাজার জনের মৃত্যু হয়েছে৷ বুধবার করোনায় আমেরিকায় দুই হাজার জনের মৃত্যু হয়েছে৷ মঙ্গলবারও আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷
আমেরিকায় মৃতের হার দ্রুত গতিতে বেড়ে গিয়েছে৷ আমেরিকা এখন করোনায় মৃত্যুর দিক থেকে স্পেনে কাছে চলে এসেছে৷ স্পেনে করোনায়মোট মৃত্যু হয়েছে ১৪,৫৫৫৷ মঙ্গলবার আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে, ১৯৩৯ জনের৷ যেখানে বুধবার করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৭৩ জনের মৃত্যু হয়েছে৷ এই সংখ্যাটা ভয়াবহ৷