লোকসভা নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ভারতে লাগতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা৷ এছাড়াও রয়েছে জঙ্গি হানার আশঙ্কা৷ বুধবার এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আমেরিকার গোয়েন্দারা৷ আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স নামে গোয়েন্দা সংস্থার দাবি, জুলাই মাসের মাঝামাঝি আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তালিবান বড় ধরনের হামলা চালাতে পারে৷ এমনকী, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চলাকালীন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা

লোকসভা নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের

নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আগে ভারতে লাগতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা৷ এছাড়াও রয়েছে জঙ্গি হানার আশঙ্কা৷ বুধবার এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন আমেরিকার গোয়েন্দারা৷ আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্স নামে গোয়েন্দা সংস্থার দাবি, জুলাই মাসের মাঝামাঝি আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের সময় তালিবান বড় ধরনের হামলা চালাতে পারে৷ এমনকী, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের উৎসব চলাকালীন ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷

লোকসভা নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা মার্কিন গোয়েন্দাদেরআমেরিকার গোয়েন্দাদের দাবি, বেশ কয়েকটি জঙ্গি সংগঠনকে পাকিস্তান সমর্থন করে৷ তারা সেই সুযোগে পাকিস্তানে শক্ত ঘাঁটি বানিয়ে ফেলেছে৷ পাকিস্তান থেকে তারা ভারতে ও আফগানিস্তানে আক্রমণ চালায়৷ আফগানিস্তানে আমেরিকার সেনার ওপরেও পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা হামলা করে৷ যে জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের পক্ষে বিপদের কারণ কেবল সেগুলির বিরুদ্ধে তারা অভিযান চালানো হয়েছে৷ আমেরিকা তালিবানের বিরুদ্ধে এতদিন ধরে যে অভিযান চালাচ্ছে তা ব্যর্থ হয়ে গিয়েছে প্রধানত পাকিস্তানের জন্য৷

লোকসভা নির্বাচনের আগে ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা মার্কিন গোয়েন্দাদেরমার্কিন গোয়েন্দাদের অনুমান, নির্বাচন বানচাল করতে বড়সর ছক করতে শুরু করেছে জঙ্গিরা৷ তবে, ভারতে ভোটের আগে জঙ্গিরা সাম্প্রদায়িক দাঙ্গায় উসকানি দেবে কি না তা নির্দিষ্ট করে বলা হয়নি৷ তবে গত বছরে এদেশে জঙ্গি মোকাবিলায় বড় ধরনের সাফল্য পাওয়া গিয়েছে৷ লাগাতার অভিযান চালিয়ে সম্প্রতি এনআইয়ের জালে ধরা পড়েছে নয় জঙ্গি৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মোদির প্রশাসনের চিন্তা কয়েকগুন বাড়িয়ে দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =