শীর্ষে ওঠার হুড়োহুড়ি, ট্রাফিক জ্যাম এভারেস্টে

নয়াদিল্লি : এভারেস্ট চূড়োয় ওঠার জন্য হুড়োহুড়ি। বুধবার ভারতীয় পর্বতারোহী ৫৫ বছরের অঞ্জলি কুলকার্নি এভারেস্টে ওঠার পথে মারা গিয়েছেন। পর্বতারোহীদের লম্বা লাইনে চার নম্বর ক্যাম্পের কাছে তিনি আটকে পড়েছিলেন। ২৬ হাজার ২৪৭ ফুট উচ্চতায় এই ক্যাম্প।বুধবারই মারা গিয়েছেন আমেরিকান অভিযাত্রী ৫৫ বছরের ডোনাল্ড লিন ক্যাশ। উচ্চতায় অসুস্থায় নামার পথে মৃত্যু হয়েছে তাঁর। এক পর্বতারোহী নির্মলা

শীর্ষে ওঠার হুড়োহুড়ি, ট্রাফিক জ্যাম এভারেস্টে

নয়াদিল্লি : এভারেস্ট চূড়োয় ওঠার জন্য হুড়োহুড়ি। বুধবার ভারতীয় পর্বতারোহী ৫৫ বছরের অঞ্জলি কুলকার্নি এভারেস্টে ওঠার পথে মারা গিয়েছেন। পর্বতারোহীদের লম্বা লাইনে চার নম্বর ক্যাম্পের কাছে তিনি আটকে পড়েছিলেন। ২৬ হাজার ২৪৭ ফুট উচ্চতায় এই ক্যাম্প।বুধবারই মারা গিয়েছেন আমেরিকান অভিযাত্রী ৫৫ বছরের ডোনাল্ড লিন ক্যাশ। উচ্চতায় অসুস্থায় নামার পথে মৃত্যু হয়েছে তাঁর। এক পর্বতারোহী নির্মলা পুর্জা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, দলে দলে পর্বতারোহীরা লাইন করে ভিড় জমিয়েছেন এভারেস্টে ওঠার পথে। অন্তত ৩২০ জন লাইন দিয়েছেন। এই জোনকে বলা হয় মৃত্যুর জোন।

তবে ভিড়ের জন্য মৃত্যু হয়েছে বলে মনে করেন না নেপালের পর্যটন বিভাগের কর্তা দান্দুরাজ ঘিমিরে। এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২৯ ফুট। সেখানে সমুদ্রপৃষ্ঠে যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায়, ওই উচ্চতায় তা পাওয়া যায় এক তৃতীয়াংশ। বাড়িত অক্সিজেন ছাড়া কেউই কয়েক মিনিটের বেশি টিকতে পারে না।অনেকদিন খারাপ থাকার ২২ মে আবহাওয়া পরিষ্কার হওয়ায় জন্য দুশোরও বেশি পর্বতারোহী একসঙ্গে এভারেস্ট জয়ে নেমে পড়েন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 3 =