কাশ্মীর : কাশ্মীর সমস্যা সমাধানে নরেন্দ্র মোদি তাঁর সাহায্য চেয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড়। ভারত সরকারের তরফে বলা হয়েছে, মোদি এমন কোনও প্রস্তাব ট্রাম্পকে দেননি।
বিরোধীদের দাবি, মোদি বিদেশনীতি নিয়ে তাঁর অবস্থান পরিষ্কার করুন। কাশ্মীর নিয়ে কোনও তৃতীয় হস্তক্ষেপ হস্তক্ষেপের বিরোধিতা ভারতের ৭০ বছরের ঘোষিত অবস্থান। ওয়াশিংটনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি মধ্যস্থতা করতে তৈরি। পরে অবশ্য ড্যামেজ কন্ট্রোল নেমে হোয়াইট হাউস বলেছে, কাশ্মীর দ্বিপাক্ষিক বিষয়। এদিকেস লোকসভায় এই বিষয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের রণদীপ সূর্যেওয়ালা বলেছেন, এটা দেশের প্রতি বিশ্বাসঘাতকতা। তাঁর ধারণা, ট্রাম্প ভারতের অবস্থান জানেন না। বা তিনি মোদির কথা বুঝতে পারেননি। ট্রাম্পের কথার সরাসরি বিরোধিতা করার হিম্মত মোদির আছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অন্যদিকে, মার্কিন কংগ্রেসের এক প্রভাবশালী ডেমোক্রাটিক সদস্য ব্র্যাড শারমন ট্রাম্পের মন্তব্যের জন্য ভারতীয় রাষ্ট্রদূতের কাছে ক্ষমা চেয়েছেন। তাঁর মতে, ট্রাম্পের কথা লজ্জাজনক। পরে মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, কাশ্মীর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যা। দুই দেশের মধ্যে আলোচনায় আমেরিকা সাহায্য করতে প্রস্তুত।