UPSC-এর ফলাফলে নারী শক্তির জয় জয়কার, প্রথম এক থেকে চার মহিলাদের দখলেই

UPSC-এর ফলাফলে নারী শক্তির জয় জয়কার, প্রথম এক থেকে চার মহিলাদের দখলেই

24ef4005b3bac2a9b37db64b8d145141

নয়াদিল্লি: প্রকাশিত হল ২০২১ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তথা UPSC-এর চূড়ান্ত ফলাফল। গোটা দেশে UPSC ফলাফলের ভিত্তিতে শীর্ষস্থান দখল করলেন রাজধানী দিল্লির শ্রুতি শর্মা। তবে সব থেকে আশ্চর্যজনক বিষয়টি হল এবারের এই পরীক্ষার প্রথম তিনটি স্থানই মহিলাদের দখলে। অর্থাৎ ইউপিএসসি পরীক্ষার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তিনজনই মহিলা।

 সোমবার দুপুরে UPSC পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে প্রথম দশে জায়গা করে নিতে ছেলে এবং মেয়েদের মধ্যে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। জানা যাচ্ছে প্রথম দশের মধ্যে রয়েছেন ৫ জন ছাত্রী এবং ৫ জন ছাত্র। তবে প্রথম চারটি স্থানই দখল করেছে মেয়েরা। প্রথম হয়েছেন শ্রুতি শর্মা, দ্বিতীয় স্থানে রয়েছেন অঙ্কিতা আগরওয়াল, তৃতীয় স্থান অধিকারীর নাম গামিনী সিংলা এবং চতুর্থ স্থান অধিকারী হলেন ঐশ্বর্য বর্মা। প্রথম থেকে চতুর্থ স্থানের পর ফের অষ্টম স্থান দখল করেছেন ঈশিতা রাঠি। অন্যদিকে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে উৎকর্ষ দ্বিবেদী, যক্ষ চৌধুরী, সম্যক এস জৈন, প্রীতম কুমার এবং হর কিরাত সিং রন্ধাওয়া।

এদিন UPSC পরীক্ষার যে চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে তাতে আইএএস, আইপিএস, আইএফএস, সেন্ট্রাল সার্ভিস ‘এ’ ও সেন্ট্রাল সার্ভিস ‘বি’ তে মোট ৬৮৫ জন জায়গা করে নিয়েছেন। তার মধ্যে নতুন আইএএসের সংখ্যা ১৮০। ইন্ডিয়ান ফরেন সার্ভিসে জায়গা করে নিয়েছেন ৩৭ জন। ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে নিয়োগ পেয়েছেন ২০০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *