দিল্লির রাজপথে রাম মন্দিরের মডেল প্রর্দশন উত্তরপ্রদেশের

দিল্লির রাজপথে রাম মন্দিরের মডেল প্রর্দশন উত্তরপ্রদেশের

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উত্তরপ্রদেশের ট্যাবলোতে দেখানো হল রামমন্দিরের সম্ভাব্য নকশা। থাকল রামের মূর্তিও। বাজলো ভগবান রামের ভক্তিমূলক গান। রামের জন্মভূমি অযোধ্যাকেই প্রজাতন্ত্র দিবসে রাজ্যের বিষয় হিসেবে নির্বাচন করল যোগী সরকার।

আজ ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছরের মতো এবছরও দিল্লির রাজপথে শক্তি প্রদর্শন করলো দেশ। বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেয় ভারতের স্থল, বায়ু, ও নৌসেনার জওয়ানরা। প্রদর্শিত হল ২২টি রাজ্যের সংস্কৃতি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইরো বলসোনারো। কুচকাওয়াজে প্রতিটি রাজ্য একক ভাবে তুলে ধরল তাদের সংস্কৃতি ও ঐতিহ্য। 

উত্তরপ্রদেশ তাদের ট্যাবলোয় তুলে ধরল ভগবান রামের জন্মভূমি অযোধ্যা ও রাম মন্দিরকে। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের পর অনেক কাঠখড় পুড়িয়ে গত বছর আগস্ট মাসে অযোধ্যার বুকে রামমন্দিরের ভিত পুজো করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকেই কেমন হবে ঐতিহাসিক ও বিতর্কিত রামমন্দিরের নকশা তা নিয়ে রাজনৈতিক মহল থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াও সরগরম। অবশেষে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই নকশার খানিক আভাস দিল উত্তরপ্রদেশ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nineteen =