Yogi
অযোধ্যা: ক্রমেই এগিয়ে আসছে দিন৷ রামমন্দিরের দ্বারোদ্ঘাটনের অপেক্ষায় প্রহর গুনছে দেশবাসী৷ নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অযোধ্যা শহর৷ এবার রামলালার নিরাপত্তার দায়িত্বে বিশেষ বাহিনী গড়ল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। এই উদ্দেশ্যে কেন্দ্রীয় বাহিনী ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড’ (এনএসজি)-এর তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে উত্তরপ্রদেশ পুলিশের ২০০ অফিসার এবং জওয়ানকে। আগামী ২২ জানুয়ারি রামলালার মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে৷ শহরে বসবে চাঁদের হাট৷ তার আগেই রামমন্দিরের দায়িত্ব নেবে ওই বাহিনী। ভিভিআইপি নিরাপত্তা এবং সন্ত্রাসদমন অভিযানে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এনএসজি কমান্ডোরা ‘ব্ল্যাক ক্যাট’ নমেই পরিচিত৷ হরিয়ানার মানেসরে ব্ল্যাক ক্যাট বাহিনীর প্রশিক্ষণ শিবিরেই প্রশিক্ষণের সুযোগ পেয়েছে যোগী রাজ্যের বাহিনী।