ছাই ঘেঁটে দিদির অস্থি তুলল ভাই, বিচার না পেলে বিসর্জন নয়, প্রতিজ্ঞা পরিবারের

ছাই ঘেঁটে দিদির অস্থি তুলল ভাই, বিচার না পেলে বিসর্জন নয়, প্রতিজ্ঞা পরিবারের

 

লখনউ: পরিবারের সদস্যদের অন্ধকারে রেখেই মধ্যরাতে হাথরাসে নির্যাতিতার দেহ সৎকার করেছিল উত্তরপ্রদেশ পুলিশ৷ গত তিন দিন বাইরে বেরনোর অনুমতি দেওয়া হয়নি নির্যাতিতার পরিবারকে৷ আজ প্রশাসনের তরফে তাঁদের বেরনোর অনুমতি দেওয়ার পরই ওই তরুণীর অস্থি নিতে পৌঁছয় পরিবারের সদস্যরা৷ মেয়ের অস্থি হাতে নিয়েই তাঁদের প্রতিজ্ঞা, সুবিচার না পাওয়া পর্যন্ত এই অস্থি বিসর্জন দেবেন না তাঁরা৷ 

আরও পড়ুন- সড়কপথে জুড়ল মানালি থেকে লেহ, প্রধানমন্ত্রীর হাতে খুলল অটল সেতু

 

এই সময় সেখানে উপস্থিত ছিল সংবাদমাধ্যম৷ সকলের উপস্থিতিতেই ছাইয়ের মধ্যে থেকে মেয়ের অস্থি কোড়ান তাঁরা৷ নির্যাতিতার ভাই বলেন, অস্থিটুকু নেওয়ার জন্যও তাঁদের বাইরে বেরনোর অনুমতি দেয়নি পুলিশ৷ অস্থি হাতে নিয়ে ফেরার সময় তিনি বলেন, ‘‘জেলা শাসককে বরখাস্ত না করা পর্যন্ত পরিস্থিতি বদলাবে না৷ কোনও বড় পদে যেন ওনাকে বহাল করা না হয়৷’’ তিনি আরও বলেন, সুবিচার পাওয়ার পরই এই অস্থি বিসর্জন দেবেন তাঁরা৷ 

 

এদিন নির্যাতিতা দলিত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন উত্তরপ্রদেশের ডিজিপি এইচসি আওয়াস্তি এবং অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব অবিনাশ আওয়াস্তি৷ তাঁদের সঙ্গে দেখা করার পরেই অবিনাশ আওয়াস্তি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছিলেন৷ খুবই দুঃখজনক ঘটনা ঘটে গিয়েছে৷ ওই  তরুণীর বাবা, মা, দাদা, ছোট ভাই, বোন, বৌদি সকলের সঙ্গে কথা হয়েছে৷ অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে তাঁদের আশ্বস্ত করা হয়েছে৷ ঘটনার তদন্তের জন্য মুখ্যমন্ত্রী ‘সিট’ গঠন করেছেন৷ তাঁরা তাঁদের কাজ শুরুও করে দিয়েছে৷’’ 

আরও পড়ুন- অবশেষে রাহুল-প্রিয়াঙ্কাকে হাথরাসে যাওয়ার অনুমতি, প্রতিবাদে পথে তৃণমূল নেত্রী

 

কিন্তু মৃত্যুর পর কেন তড়িঘড়ি সৎকার করা হল মেয়ের দেহ? এদিন দুই আধিকারিককে প্রশ্ন করেন নির্যাতিতার পরিবার৷ পাশাপাশি জেলা শাসকের আচরণের অভিযোগও করেন তাঁরা৷ অন্যদিকে, এদিন নির্যাতিতার পরিবারের সঙ্গে এদিন দেখা করেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া৷ তাঁদের সঙ্গে সাক্ষাতের পরই রাহুল বলেন, ‘‘কোনও শক্তি আমাদের চুপ করাতে পারবে না৷’’ অন্যদিকে প্রিয়াঙ্কা বলেন, ‘‘যখনই কোনও অন্যায় হয়েছে আমরা সুবিচারের জন্য লড়াই করেছি৷ আমাদের কেউ বাধা দিতে পারবে না৷’’  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =