Unlock5:  খুলছে স্কুল, সিনেমা হল! চলবে লোকাল ট্রেন? নয়া গাইডলাইন কেন্দ্রের

Unlock5:  খুলছে স্কুল, সিনেমা হল! চলবে লোকাল ট্রেন? নয়া গাইডলাইন কেন্দ্রের

 

নয়াদিল্লি: বাংলার সরকার আগেই অনুমতি দিয়েছিল৷ এবার নিউ নর্মালে আনলক-৫ পর্ব প্রায় একই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় সরকার৷ আজ সন্ধ্যায় আনলক-৫ পর্বের নির্দেশিতায় বেশ কিছু ছাড় দিয়েছে কেন্দ্র৷

আনলক-৫ পর্বে ৫টি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে৷ সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ৫০% আসনে সিনেমা খুলে দেওয়া হবে৷ বিনোদনকেন্দ্রগুলি খুলবে৷ আনলক-৫ পর্বে স্কুল খুলবে৷ তবে, কোন রাজ্যে কবে স্কুল চালু করবে, তা ১৫ অক্টোবরের পরে রাজ্যগুলি সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে৷ তবে, আজ উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলায় কবে স্কুল খুলবে এখনই ভাবা যাচ্ছে না৷ কালী পুজোর পর স্কুল খোলার বিষয়ে ভাবা হবে৷

 

আজ কেন্দ্রের তরফে আনলক-৫ গাইডলাইন প্রকাশ করে স্কুল ও কলেজ ১৫ অক্টোবর থেকে  চালু করার অনুমতি দিয়েছে৷ তবে চূড়ান্ত নেবে রাজ্য৷ গুরুত্ব দিতে বলা হয়েছে অনলাইন ক্লাসেও৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, মাল্টিপ্লেক্স, প্রদর্শনী, সিনেমা হল ও বিনোদনকেন্দ্রগুলি খোলা যাবে৷ তবে সংখ্যার দর্শক সংখ্যা থাকবে নিয়ন্ত্রণে৷ কনটেইনমেন্ট জোনে আগামী ৩১ আক্টোবর পর্যন্ত লকডাউন থাকবে বলেও জানানো হয়েছে৷ এছাড়াও আনলক-৫ পর্বে সামাজিক, প্রতিষ্ঠানিক, খেলাধুলা, বিনোদন, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক জমায়েত করা যাবে, তবে থাকবে বিশেষ শর্ত৷ তবে, এতকিছু নিয়ম নিয়ম শিথিল হাওয়ার পরও এখনও পর্যন্ত লোকাল ট্রেন চালাচলের বিষয়ে কোনও ছাড়পত্র এখনও দেওয়া হয়নি৷ মেট্রো চলালচ করলেও পুজোর আগে লোকাল ট্রেন চলাচলে এখনও কোনও ছাড়পত্র না মেলায় আরও দুর্ভোগে পড়তে চলেছেন সাধারণ জনতা৷ সংক্রমণের ঝুঁকি মাথায় রেখে ১০ বছরের কম বয়সী পড়ুয়াদের স্কুলে ফেরানোর বিষয়েও গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র৷ আনলক-৫ পর্বে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ১০ বছরের কম বয়সী পড়ুয়াদের  স্কুলে ফেরানোর সিদ্ধান্ত নিতে হবে বিদ্যালয়কে৷ সব দিক বিবেচান করে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে৷

অন্যদিকে, করোনা আবহের ইতিমধ্যেই ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ স্কুল-কলেজ বন্ধ৷ থমকে পঠন-পাঠন৷ বিকল্প মাধ্যমে পড়াশোনা চললেও তা সর্বগ্রাহ্য হয়নি৷ একদিকে যেমন করোনা সংক্রমণ, অন্যদিকে সিলেবাসের চাপ, সব মিলিয়ে বেশ ভাবেচিন্তে পা বাড়াতে চলেছে শিক্ষা দফতর৷ আজ স্কুল-কলেজ বন্ধ থাকার মেয়াদ সরকারিভাবে শেষ হলেও তা আরও বাড়তে চলেছে৷ তবে পুজোর আগে যে স্কুল খুলছে না, তার স্পষ্ট করে দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী৷ আজ উত্তরকন্যায় দ্বিতীয় দিনের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে আইসিডিএস ও স্কুল চালুর প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আইসিডিএসে যেমন কাজ চলছিল, ঠিক তেমনই চলবে৷ অক্টোবর-নভেম্বর দু’টি মাস বাড়িয়ে দাও৷ কারণে ৩০ অক্টোবর পর্যন্ত আমাদের আইসিডিএস সেন্টারগুলি বন্ধ থাকছে৷ এবং স্কুল খোলার বিষয়টি কালী পুজোর পরে ভাবা যাবে৷ এই মুহূর্তে ভাবা যাচ্ছে না৷ কারণ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + five =