BIG BREAKING: স্কুলে যাবেন শিক্ষক-পড়ুয়ারা! চলবে মেট্রো, আনলক-৪ পর্বে নয়া ছাড় কেন্দ্রের

BIG BREAKING: স্কুলে যাবেন শিক্ষক-পড়ুয়ারা! চলবে মেট্রো, আনলক-৪ পর্বে নয়া ছাড় কেন্দ্রের

য়াদিল্লি: লাফিয়ে বাড়ছে করোনা৷ দৈনিক সংক্রমণের বিচারে ২১ দিন বিশ্বের শীর্ষ স্থানে উঠে এসেছে ভারত৷ আর এই পরিস্থিতির মধ্যেও আনলক-৪ পর্বে বেশ কিছু ছাড় দেওয়ার ঘোষণা করল কেন্দ্র৷

আনলক-৪  পর্বে এবার গাইলেন প্রকাশ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সেখানে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে৷ একইসঙ্গে আনলক-৪ পর্বে মেট্রো রেল চলাচলের ছাড় দেওয়া হয়েছে৷ আগামী ৭ তারিখ থেকে ধাপে ধাপে মেট্রো চলাচল শুরু হবে৷ মেট্রো রেল চলাচল করলেও স্কুল-কলেজ বন্ধ থাকছে বলে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি৷  রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠানেও অনুমতি সাপেক্ষে ছাড় দেওয়ার কথা বলা হয়েছে৷ ক্রীড়া, সংস্কৃতি, বিনোদন মূলক অনুষ্ঠানের শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে৷ শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠানের অনুমতি প্রয়োজন বলে গাইডলাইন প্রকাশ করা হয়েছে৷

আজ কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে দেশজুড়ে আনলক-৪৷ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আনলক-৪ গোটা দেশজুড়ে জারি থাকবে৷ বন্ধ থাকবে স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান৷ বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিংপুল৷ ২১ সেপ্টেম্বরের পর থেকে রাজনৈতিক সভায় শর্তসাপেক্ষে অনুমতি দেওয়া হবে৷ সে ক্ষেত্রে ১০০ জনের বেশি জমায়েত করা যাবে না৷ ১০০ জনের উপস্থিতিতে রাজনৈতিক ও ধর্মীয় সভা হতে পারে৷ ২১ সেপ্টেম্বর থেকে ওপেন এয়ার থিয়েটারে ছাড় দেওয়া হয়েছে৷ আগামী ৭ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে সমস্ত মেট্রো পরিষেবা চালু থাকবে৷ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকবে৷ স্কুলে যেতে পারবেন ৫০% শিক্ষক-শিক্ষিকারা৷

এদিনের বিজ্ঞপ্তিতে স্কুল বন্ধ রাখার কথা বলা হলেও রয়েছে গুচ্ছ নির্দেশিকা৷ ২০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত স্কুল-কলেজ৷ তবে স্কুল ও কলেজে ৫০% শিক্ষক-শিক্ষিকাকে হাজিরা নিতে বলা হয়েছে৷ নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের স্কুলে যেতে ছাড় দেওয়া হয়েছে৷ স্বেচ্ছায় শিক্ষকের পরামর্শের জন্য তারা স্কুলে যেতে পারবে৷ অভিভাবকের সম্মতি পেলে স্কুলে যাবে পড়ুয়ারা৷ তবে কনটেনমেন্ট এরিয়ার কোনও পড়ুয়াকে অনুমতি দেওয়া হবে না৷ শুধু মাত্র কনটেনমেন্ট জোনে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কঠোর ভাবে লকডাউন জারি থাকবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে৷ কোনও রাজ্য সরকার লকডাউন ঘোষণা করতে পারবে না বলেও জানানো হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =