সঠিক সময়ে লকডাউনের সুফল পাচ্ছে দেশ, ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মোদি

সঠিক সময়ে লকডাউনের সুফল পাচ্ছে দেশ, ঘুরে দাঁড়াবে অর্থনীতি: মোদি

নয়াদিল্লি: দ্রুত ঘুরে দাঁড়াবে দেশের অর্থনীতি৷ সঠিক সময়ে লকডাউন ঘোষণা হওয়ায় সুফল পাচ্ছে গোটা দেশ৷ আনলক ওয়ানের দ্বিতীয় দিনে দাঁড়িয়ে নয়া দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
আজ সকালে দেশের বৃহত্তম বণিকসভা সিআইআইয়ের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ব্যবসায়ীদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবসায়ীদের বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ জানিয়ে দিয়েছে, দ্রুত ঘুরে দাঁড়াবে দেশ৷ সঠিক সময়ে লকডাউন ঘোষণা হওয়ায় দেশ তার সুফল পাচ্ছে৷

প্রধানমন্ত্রী বলেন, ‘‘হ্যাঁ, আমরা ফের বৃদ্ধির দিকে এগিয়ে যাব৷ ভারত আবার অর্থনৈতিক বৃদ্ধির দিকে এগিয়ে যাবে৷ করোনা আমাদের গতি ধীর করে দিলেও, দেশের সব থেকে বড় সত্যি এটাই, ভারত লকডাউন পেছনে ফেলে এসে আনলক ওয়ানের প্রথম পর্বে প্রবেশ করে গিয়েছে৷ আনলক পর্বে ভারতীয় অর্থনীতির বড় অংশ খুলে গিয়েছে৷ কিছু ক্ষেত্র আগামী ৮ দিনের মাধ্যে খুলে যাবে৷ গেটিং গ্রোথ ব্যাক শুরু হয়ে গিয়েছে৷’’

কিন্তু, কীভাবে তা সম্ভব হয়েছে? জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ বলেন, ‘‘আসলে আমরা এটা করতে পারছি তার কারণ, গোটা বিশ্বে করোনা যখন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছিল, তখন ভারত সরকার সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পদক্ষেপ নিয়েছিল৷ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে, ভারতে লকডাউন কতটা বড় প্রভাব পড়েছে৷’’

যদিও,  মাত্র চার ঘণ্টার সময়সীমার মধ্যে গোটা দেশজুড়ে লকডাউন ঘোষণার জেরে চরম দুর্দশার মধ্যে পড়েন পরিযায়ী শ্রমিকদের বড় অংশ৷ লকডাউন ঘোষণা হওয়ার পর গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার দরুন পায়ে হেঁটে নিজের গ্রামে ফেরার চেষ্টা শুরু করেন কয়েক লক্ষ শ্রমিক৷ হাঁটতে হাঁটতে পথেই মৃত্যু হয় বহু শ্রমিকের৷ পরে ট্রেন চলাচল করলেও তাতেও চরম অব্যবস্থারও অভিযোগ ওঠে৷ ট্রেনের মধ্যে জল-খাবারের অভাবে বহু শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও ওঠে অভিযোগ৷ এই নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড়ও উঠেছিল৷  ৬৭ দিনে লকডাউনের জেরে ইতিমধ্যেই ভেঙে পড়েছে দেশের অর্থনীতি৷ কমছে জাতীয় বৃদ্ধির হার৷ বেড়েছে বেকারত্ব৷ করোনা মহামারীর এই পরিস্থিতে দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় সরকারের লকডাউনের সিদ্ধান্তের প্রসঙ্গে নিজেই নিজেকে সার্টিফিকেট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =