বিহার থেকে অসম, লাফিয়ে বাড়ছে বন্যায় মৃত্যুর সংখ্যা

বিহার : বিহার ও অসমে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০। সোমবার পর্যন্ত দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ। বিহারেই মৃত ১০৪ জন। অসমে ৬৬ জন। বিহারের ১২টি জেলার ৭৬ লাখ ৮৫ হাজার মানুষ এবং অসমে ৩০ লাখ ৫৫ হাজার মানুষ বন্যায় সর্বস্বান্ত। এসমে রাজিরাঙা অভয়ারণ্যে ১৬টি গণ্ডার মারা গিয়েছে। মৃত্যু হয়েছে ১৮৭টি

বিহার থেকে অসম, লাফিয়ে বাড়ছে বন্যায় মৃত্যুর সংখ্যা

বিহার : বিহার ও অসমে বন্যায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৭০। সোমবার পর্যন্ত দুই রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা ১ কোটি ৭ লক্ষ। বিহারেই মৃত ১০৪ জন। অসমে ৬৬ জন। বিহারের ১২টি জেলার ৭৬ লাখ ৮৫ হাজার মানুষ এবং অসমে ৩০ লাখ ৫৫ হাজার মানুষ বন্যায় সর্বস্বান্ত।

এসমে রাজিরাঙা অভয়ারণ্যে ১৬টি গণ্ডার মারা গিয়েছে। মৃত্যু হয়েছে ১৮৭টি প্রাণির। বন্যায় জলবন্দি ১ লাখ ১৪ হাজার হেক্টর জমির ফসল। ব্রহ্মপুত্র এখনও জোরহাট ও ধুবুড়িতে বিপদসীমার উপর দিয়ে বইছে। বিহারে সীতামারী, মধুবনী, শিওহর, আরারিয়া, পূর্নিয়া, কাটিহারে জল নামছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =