নয়াদিল্লি: ভিন রাজ্যে থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্যের ভূমিকা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল৷ এদিন তিনি বলেন, ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে প্রতিদিন ১০৫টি ট্রেন চালানো উচিত পশ্চিমবঙ্গ সরকারের৷ কিন্তু সেখানে আগামী ৩০ দিনে ১০৫টি ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ গোয়েল আরও বলেন, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিষ্ঠুর পরিহাস করছেন মুখ্যমন্ত্রী৷ আদতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চাইছেন না তিনি৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে রেলমন্ত্রী বলেন, ‘‘গতকাল আমার বিবৃতি শোনার পর গভীর ঘুম থেকে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এখনও পর্যন্ত ৭টি ট্রেন আসার অনুমতি দিয়েছে তারা৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন, বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিন৷’’ রাজ্য সরকার শ্রমিকদের ঘরে ফেরার সুযোগ দিতে চাইছে না বলেও অভিযোগ তোলেন গোয়েল৷ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷
West Bengal is required to run 105 trains daily, while there’s unconfirmed news that they’ve prepared list of permission for only 105 trains for next 30 days. It’s cruel joke with workers of West Bengal that govt there’s not giving them facility to go to their homes: Piyush Goyal https://t.co/tk4mLZ5M8s
— ANI (@ANI) May 14, 2020