শ্রমিকদের ফেরাতে চাইছে না বাংলা, পরিহাস করছেন? মুখ্যমন্ত্রীকে তোপ রেলমন্ত্রীর

শ্রমিকদের ফেরাতে চাইছে না বাংলা, পরিহাস করছেন? মুখ্যমন্ত্রীকে তোপ রেলমন্ত্রীর

নয়াদিল্লি:  ভিন রাজ্যে থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে রাজ্যের ভূমিকা নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় রেল মন্ত্রী পীযূষ গোয়েল৷ এদিন তিনি বলেন, ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে প্রতিদিন ১০৫টি ট্রেন চালানো উচিত পশ্চিমবঙ্গ সরকারের৷ কিন্তু সেখানে আগামী ৩০ দিনে ১০৫টি ট্রেন চালানোর চিন্তাভাবনা করছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার৷ গোয়েল আরও বলেন, পরিযায়ী শ্রমিকদের সঙ্গে নিষ্ঠুর পরিহাস করছেন মুখ্যমন্ত্রী৷ আদতে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে চাইছেন না তিনি৷ 

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে রেলমন্ত্রী বলেন, ‘‘গতকাল আমার বিবৃতি শোনার পর গভীর ঘুম থেকে উঠেছে পশ্চিমবঙ্গ সরকার৷ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এখনও পর্যন্ত ৭টি ট্রেন আসার অনুমতি দিয়েছে তারা৷ পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন, বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার অনুমতি দিন৷’’ রাজ্য সরকার শ্রমিকদের ঘরে ফেরার সুযোগ দিতে চাইছে না বলেও অভিযোগ তোলেন গোয়েল৷ খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে৷