প্রয়াত কেন্দ্রীয় খাদ্যমন্ত্রি রামবিলাস পাসোয়ান, দলিত নেতাকে হারাল বিহার

প্রয়াত কেন্দ্রীয় খাদ্যমন্ত্রি রামবিলাস পাসোয়ান, দলিত নেতাকে হারাল বিহার

9b774793800ed9220eee684fc6445166

 

নয়াদিল্লি: ফের কেন্দ্রীয় মন্ত্রিসভায় মৃত্যুর সংবাদ৷ প্রয়াত হলেন কেন্দ্র খাদ্যমন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ বয়স হয়েছিল ৭৪ বছর৷ দিল্লির হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে৷ টুইট করে জানালেন তাঁর ছেলে চিরাগ পাসওয়ান৷ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন৷

বাবার মৃত্যু সংবাদ জানিয়ে ছেলে চিরাগ টুইটারে লিখেছেন, ‘‘বাবা, এই পৃথিবীতে নেই৷ কিন্তু আমি জানি, তুমি চিরকাল আমার পাশে থাকবে৷ তোমার শূন্যতা অনুভূত করব৷’’ পাঁচ দশকের বেশি সময় ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িয়ে ছিলেন লোক জনশক্তি পার্টির প্রতিষ্ঠাতা তথা দলিত নেতা রামবিলাস পাসোয়ান৷ জানা গিয়েছে, দিন কয়েক আগে দিল্লির হাসপাতালে হার্টের অপারেশন হয়েছিল তাঁক৷ কিন্তু, তার পর থেকে আর সুস্থ হয়ে ফিরতে পারেননি তিনি৷

রামবিলাস পাসোয়ানের জন্ম দলিত পরিবারে৷ বিহারের খাগরিয়া জেলার শাহারবাণী গ্রামের ভূমিপুত্র ছিলেন তিনি৷ পাটনা বিশ্ববিদ্যালয়ের থেকে আইনে স্নাতক ও কলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি গ্রহণ করেন তিনি৷ ৮ বার লোকসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি৷ ৫ জন প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি কাজ করেছেন৷ সামলেছেন রেল মন্ত্রক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজ৷ বিহার নির্বাচনেও রয়েছে লোক জনশক্তি পার্টির বিরাট প্রভাব৷ কিন্তু, ভোটের মুখে রামবিলাসের প্রয়াণ চিন্তা বাড়িয়েছে এনডিএ শিবিরে৷ বর্তমানে তিনি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক ও খাদ্যবণ্টন মন্ত্রী পদে ছিলেন৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে জাতীয় রাজনীতিতে৷

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *