বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যকে তীব্র আক্রমণ

কলকাতা: ব্রিগেড সমাবেশ থেকে মহাজোট গঠনের ছবি স্পষ্ট হতেই ঘুম উড়েছে বিজেপির৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে এখন শুধু তৃণমূল বিরোধী অবস্থান৷ মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ ইভিএম নিয়ে মার্কিন হ্যাকারের জবাব দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বাংলার গণতন্ত্রের প্রসঙ্গ তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলার গণতন্ত্র নিয়ে

বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যকে তীব্র আক্রমণ

কলকাতা: ব্রিগেড সমাবেশ থেকে মহাজোট গঠনের ছবি স্পষ্ট হতেই ঘুম উড়েছে বিজেপির৷ প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে এখন শুধু তৃণমূল বিরোধী অবস্থান৷ মঙ্গলবারও তার ব্যতিক্রম ঘটেনি৷ ইভিএম নিয়ে মার্কিন হ্যাকারের জবাব দিতে গিয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বাংলার গণতন্ত্রের প্রসঙ্গ তুলে ধরলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ৷ মঙ্গলবার সাংবাদিক বৈঠক ডেকে বাংলার গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী৷ অমিত শাহের সভায় বাধা দেওয়ার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন রবিশঙ্কর প্রসাদ৷

এদিন সাংবাদিক বৈঠক ডেকে রবিশঙ্কর প্রসাদ বলেন, ‘‘বাংলাকে দেখুন৷ সভা করতে বাঁধা দেওয়া হচ্ছে৷ অমিত শাহের হেলিকপ্টার নামতে দেওয়া হচ্ছে না৷ এটা কী গণতন্ত্র? মহাজোট গড়ে দেশের গণতন্ত্র বাঁচানোর কথা বলা হলেও বিরোধীদের মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না৷ রথযাত্রার অনুমতি পেতে আদালতে যেতে হচ্ছে৷’ কেন্দ্রীয় নেতার মন্ত্রের রেশ টেনে সংবাদমাধ্যমে বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে৷ তাই অমিতজির সভা করতে বাধা দেওয়া হচ্ছে৷’’

যদিও, বিজেপির তোলার সমস্ত অভিযোগ উড়িয়ে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, ‘‘অমিত শাহ জেট প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ আমরা কারো নিরাপত্তা নিয়ে সমঝোতা করি না৷ ওখানে কিছু নিরাপত্তা সংক্রান্ত সমস্যা আছে৷ সভার আমরা অনুমতি দিয়েছি৷ কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি৷ সভার অনুমতি নিয়ে মিথ্যা বলছে বিজেপি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 12 =