নয়াদিল্লি: করোনা বিরুদ্ধে সামনে দাঁড়িয়ে লড়াই করছেন চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মীরা৷ এবার সেই সমস্ত করোনার যোদ্ধাদের পাশে দাঁড়িয়ে বড়সড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভার৷ কোনভাবেই কেউ যদি স্বাস্থ্য কর্মীদের হেনস্থা করেন, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে৷ বিষয়টি নিশ্চিত করতে ইতিমধ্যেই অর্ডিন্যান্স জারি করেছে কেন্দ্র৷ বাড়ানো হয়েছে জীবন বিমার মূল্য৷
করোনা যোদ্ধাদের হেনস্তা করা হলে ছয় মাস থেকে সাত বছর পর্যন্ত জেল ও ৫০ হাজার টাকা থেকে শুরু করে দু’লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ ৩০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে বলেও জানানো হয়েছে৷ একই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের ৫০ লক্ষ টাকা জীবন বিমার ঘোষণা করা হয়েছে৷
সভাঅর্ডিন্যান্স জারি করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, চিকিৎসকদের নিরাপত্তায় কেন্দ্র সরকার অর্ডিন্যান্স নিয়ে আসছে৷ করোনা যোদ্ধাদের উপর হামলা হলেই জামিন অযোগ্য ধারায় মামলা করা হবে৷ একইসঙ্গে হাসপাতাল ভাঙচুরের ক্ষেত্রেও অভিযুক্তদের কাছ থেকে দ্বিগুন মূল্যের অর্থ জরিমানা করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷
In case of grievous injuries, the accused can be sentenced from 6 months to 7 years. They can be penalised from Rs 1 Lakhs to Rs 5 Lakhs: Union Minister Prakash Javadekar pic.twitter.com/VEXjQVz2x8
— ANI (@ANI) April 22, 2020