×

BIG BREAKING: করোনা আক্রান্ত অমিত শাহ, ভর্তি হাসপাতেল, আতঙ্কে বঙ্গ বিজেপি

 


নয়াদিল্লি: তাঁর অসুস্থতা নিয়ে বেশ কিছুদিন ধরে ছড়িয়ে ছিল গুজব৷  করোনা মহামারীর আবহে বেশ কিছুদিন ছিলেন নিষ্ক্রিয়৷ পরে সময় ফিরেছিলেন রাজনীতির ময়দানে৷ এবার টুইট করে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে করোনা উপসর্গে ভুগছিলেন অমিত শাহ৷ জ্বর সর্দি-কাশি ছিল তাঁর৷ পরে উপসর্গ বাড়তে থাকায় তাঁর করোনা পরীক্ষা করানো হয়৷ আজ রিপোর্ট করোনা পজিটিভ এসেছে৷ চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলেও জানিয়েছেন তিনি৷

যদিও করানো মোকাবিলায় বেশ খানিকটা সাহসী পদক্ষেপ নিয়েছিলেন আমিত শাহ৷ দিল্লিতে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রুকতে চাণক্যের ভূমিকা পালন করেছিলেন তিনি৷ দিল্লির সরকারের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে নিজেই করোনা মোকাবিলা করেছিলেন৷ পেয়েছিলেন সাফল্য৷ দিল্লি থেকে করোনা সংক্রমণ রুকতে সাফল্য পেলেও নিজে সংক্রমিত হওয়া থেকে রক্ষা পেলেন না৷ টুইট করে নিজে আক্রান্ত হওয়ার খবর ফাঁস করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দীর্ঘ দিন ধরে ডায়েবেটিস সমস্যা রয়েছে অমিত শাহ৷ ফলে, কোনও ঝঁকি না নিয়ে দিল্লি এইমস হাসপাতালে অমিত শাহকে ভর্তি করা হয়েছে৷

টুইটারে অমিত শাহ লিখেছেন, ‘‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় আমি টেস্ট করিয়েছিলাম৷ রিপোর্ট পজিটিভ এসেছে৷ আমার শরীর ভালো আছে, কিন্তু ডাক্তারদের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হচ্ছি৷ আমার অনুরোধ, আমার সঙ্গে যারা সংস্পর্শে এসেছিলেন, তাঁরা করোনা পরীক্ষা করিয়ে নিন এবং গৃহ পর্যবেক্ষণে থাকুন৷’’

অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক বাড়ছে বঙ্গ বিজেপি শিবিরে৷ কেননা সম্প্রতি, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশন নির্ধারণে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন অমিত শাহ৷ দীর্ঘ সময় ধরে চলে সেই বৈঠক৷ বঙ্গ বিজেপি প্রথম শ্রেণির একাধিক নেতৃত্ব অমিত শাহের সঙ্গে সম্প্রতি বৈঠক করে এসেছেন৷ ফলে সেই বৈঠকের পর অমিত শাহের করোনা সংক্রমণের খবরে আতঙ্ক তৈরি হয়েছে বঙ্গ বিজেপি শিবিরে অন্দরে৷ অমিত শাহের সংস্পর্শে আসা বঙ্গ বিজেপি নেতৃত্ব কি এবার নিজেরা গৃহ পর্যবেক্ষণে চলে যাবেন? সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা৷ যদিও অমিত শাহ কীভাবে করোনা সংক্রমিত হলে তার কারণ স্পষ্ট না হলেও, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে জানিয়েছেন, তাঁর সংস্পর্শে আসা সমস্ত ব্যক্তিরা যেন আইসোলেশন কিংবা করা করোনা  পরীক্ষা করেনন৷ বিজেপি সূত্রে খবর, বঙ্গ বিজেপির বেশ কয়েকজন সাংসদ গৃহ পর্যবেক্ষণে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন৷ সৌমিত্র খাঁ সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর করোনা সংক্রান্ত কোনও উপসর্গ নেই৷ তবুও তিনি আইসোলেশনে চলে যাচ্ছেন৷

From around the web

Education

Headlines