নয়াদিল্লি: ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে৷ বেড়ে চলেছে সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যুগ্ম সচিব লব আগরওয়াল করোনার-সংক্রান্ত দেশের বর্তমান অবস্থার কথা জানিয়েছেন সাংবাদিক বৈঠকে।
রবিবারের ওই সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ৩,৩৭৪ জন কোভিড ১৯-এ এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন। কালকের পর আজ অতিরিক্ত ৪৭২টি আক্রান্তের খবর পাওয়া গেছে। ৭৯ জনের মৃত্যু হয়েছে। আজ নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৬৭ শতাংশ আক্রান্ত ইতিমধ্যেই করোনা থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব৷ কেন্দ্রের তরফে রাজ্যগুলির সঙ্গেও ভিডিও কনফারেন্সে করোনা সংক্রান্ত আলোচনা হয়েছে বলে জানান তিনি৷
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যুগ্ম সচিব জানিয়েছেন, 'যখন ভারত এবং বিশ্বের অন্যান্য দেশগুলি করোনা ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারের জন্য চেষ্টা চালাচ্ছে, এই পরিস্থিতিতে আমাদের বোঝা উচিত যে, সোশ্যাল ডিসট্যান্সিং ও লক ডাউন কোভিডের সবচেয়ে বড় সামাজিক প্রতিষেধক।' তাই এই নিয়ম মেনে করোনা মোকাবিলায় দেশবাসীকেও এগিয়ে আসার অনুরোধ জানান তিনি। এছাড়াও মাস্ক তৈরির কাজ ২৪টি রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এই পরিস্থিতিতে কৃষকদের ক্ষয়ক্ষতির কথা মাথায় রেখে পদক্ষেপ করছে সরকার।
Total 3374 confirmed #COVID19 cases reported in India till now; an additional 472 new cases reported since yesterday. Total 79 deaths reported; 11 additional deaths have been reported since yesterday. 267 persons have recovered: Lav Aggarwal, Joint Secy, Health Ministry pic.twitter.com/Uk60Z8S3MI
— ANI (@ANI) April 5, 2020
ভাইরাস আমাদের মোকাবিলা করছে না। ভাইরাসের মোকাবিলা আমরা করছি। তাই প্রথম থেকেই বিশেষ নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলেও জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বার্তা দেওয়া হয়েছে যে, 'নিজেদের সাহায্য করার জন্য আমাদের সাহায্য করুন।' এছাড়াও প্রধানমন্ত্রী রবিবার রাত ৯টায় ৯ মিনিটের জন্য প্রদীপ, মোমবাতি বা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালানোর অনুরোধ জানিয়েছেন, তা মেনে চলার কথাও বলেছেন স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফেও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে চলার কথা বলা হয়েছে দেশবাসীর উদ্দেশ্যে।