লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট, মধ্যবিত্তকে কতটা খুশি করবেন নির্মলা?

লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেট, মধ্যবিত্তকে কতটা খুশি করবেন নির্মলা?

নয়াদিল্লি: সকাল ১১টা৷ লোকসভা ভোটের আগে আজ সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলে এই বাজেটকে কেন্দ্র করে প্রত্যাশার পারদ যে অনেকখানি চড়বে, তা বলাইবাহুল্য। 

বিশেষজ্ঞরা মনে করছেন, ভোটের মুখে আয়কর থেকে কর্মসংস্থান, কৃষকদের একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হতে পারে বাজেটে৷ মধ্যবিত্তদের জন্যে কল্পতরু হতে পারেন নির্মলা৷

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রের খবর, অন্তর্বর্তী বাজেটে কোনও বড় নীতিগত ঘোষণা নয়, বরং ভোট-বাক্স ভরাতে আমজনতার জন্য আনা হতে পারে বিশেষ ‘উপহার’। বাড়ানো হতে পারে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পে বিমার অঙ্ক৷ ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা করা হতে পারে স্বাস্থ্যবিমা। এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পে লগ্নি টানতে মোটা অঙ্কের টাকা বরাদ্দ করা হবে পারে বলেও মনে করা হচ্ছে৷ 

এছাড়াও মধ্যবিত্ত ও বেতনভোগী কর্মীদের উপর চাপ কমাতে আয়কর ছাড়ের পরিমাণ বাড়াতে পারেন অর্থমন্ত্রী৷ বাড়ানো হতে পারে বিমা এবং পিএফ-এর উপর কর ছাড়ের পরিমাণ৷ বিমার ক্ষেত্রে জিএসটি-তে বিশেষ সুযোগও মিলতে পারে অন্তর্বর্তী বাজেটে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *