বাংলা থেকে নতুন মন্ত্রী? বুধবার সন্ধ্যেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল

বাংলা থেকে নতুন মন্ত্রী? বুধবার সন্ধ্যেয় কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল

নয়াদিল্লি: মোদীর মন্ত্রিসভার রদবদল নিয়ে বিগত কয়েক দিন ধরেই জোর জল্পনা চলছে। এবার জানা গেল, আগামীকাল অর্থাৎ বুধবার সন্ধ্যে সেই রদবদল হতে চলছে, অন্তত সম্ভাবনা সেই রকমই। ইতিমধ্যেই সম্ভাব্য মন্ত্রীরা দিল্লি চলে গিয়েছেন বলে সুত্রের খবর। সর্বভারতীয় এক সংবাদ সংস্থা সুত্রে জানা গিয়েছে যে, এই রদবদলের তালিকায় রয়েছেন অনেক এই প্রজন্মের মুখ। প্রায় দেড় ড’জন নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হতে পারে বলেও অনুমান। রাজনৈতিক বিশ্লেষকদের অধিকাংশই মনে করছে যে, আগামী বছর রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তাই রদবদলের ক্ষেত্রেও গো বলয়ের সবচেয়ে বড় রাজ্য অবশ্যই বেশি গুরুত্ব পাবে। 

জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির রাজ্যসবার সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নয়াদিল্লি এসে পৌঁছেছেন। সুতরাং তিনিও মন্ত্রী হতে পারেন বলে মনে করা হচ্ছে। দেড় বছর আগে বিজেপিতে সামিল হয়ে মধ্যপ্রদেশের সরকার পাল্টে দিয়েছিলেন তিনি একেবারে নাটকীয়ভাবে। অন্যদিকে জানা গিয়েছে, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সর্বানন্দ সোনোয়াল থেকে শুরু করে বিজেপি সহযোগী দল জেডি(ইউ)-র দুই সাংসদ, রাজীব রঞ্জন ওরফে লালন সিংহ এবং রামচন্দ্রপ্রসাদ সিংহ রয়েছেন তালিকায়।ওদিকে, দিল্লি পৌঁছেছেন রাজস্থান থেকে লোকসভায় নির্বাচিত দুই বিজেপি সাংসদ রাহুল কাসওয়ান এবং সি পি জোশীও। যে রাজ্যে সবথেকে বেশি নজর সেই উত্তরপ্রদেশ থেকে তালিকায় রয়েছেন, কানপুরের সাংসদ সত্যদেও পচৌরি, প্রয়াগরাজের রীতা বহুগুণা জোশী, বস্তির হরিশ দ্বিবেদী এবং ইটাওয়ার রামশঙ্কর কঠেরিয়া। আগামী বছর আবার বিধানসভা ভোট রয়েছে মণিপুরে। তাই বিজেপি সাংসদ রাজকুমার রঞ্জন সিংহ এ বার কেন্দ্রে মন্ত্রী হতে পারেন বলেও জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন- বিধানসভায় তৃণমূলের ভাষা সন্ত্রাস, অধ্যক্ষকে ‘দলদাস’ বলে তোপ শুভেন্দুর

এখন প্রশ্ন, বাংলার ভাগ্য কোন দিকে? মোদী সরকারের দুবছরে একবারও পূর্ণ মন্ত্রী পায়নি বাংলা। সাংসদ বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরী প্রতি মন্ত্রী হিসেবেই রয়েছেন। তবে এবার জানা গেল, এই রদবদলের তালিকায় রয়েছেন, সাংসদ শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক ও লকেট চট্টোপাধ্যায়। এখন দেখা যাক আগামীকাল চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে চলেছে।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *