ভোটমুখী বাজেটে সকলের জন্য আয়ুষ্মান? বড় চমকের অপেক্ষায় আমজনতা

ভোটমুখী বাজেটে সকলের জন্য আয়ুষ্মান? বড় চমকের অপেক্ষায় আমজনতা

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। ২০১৮-র ২৩ সেপ্টেম্বর গোটা দেশ জুড়ে এই প্রকল্প চালু করা হয়। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষরা এই স্বাস্থ্য বীমার সুবিধা পেয়ে থাকেন৷ কিন্তু এমনও অনেক মানুষ রয়েছেন যাঁরা আয়ুষ্মান ভারত পাওয়ার মতো অতটা গরীর নন, আবার বেসরকারি হাসপাতালের ভার বহন করার মতো সাধ্যও নেই৷ তাঁরা চেয়ে রয়েছেন কেন্দ্রীয় বাজেটের দিকে৷ সামনেই কেন্দ্রীয় বাজেট৷ তার পরেই লোকসভা ভোট৷ ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ফলে এবারের বাজেট যে ভোটমুখী হবে তা বলাই বাহুল্য৷ সাধারণ ভোটারদের মন পেতে বড় ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ অনেকেই চাইছেন, আয়ুষ্মান প্রকল্পের উপর থেকে আয়ের সীমা তুলে নেওয়া হোক। তেমনটা হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোও বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাবে৷  উল্লেখ্য বর্তমানে ১০ কোটিরও বেশি গরিব পরিবার আয়ুষ্মান প্রকল্পের সুবিধা পান। পাশাপাশি এই প্রকল্পের সঙ্গে আরও বেশি হাসপাতালকে যুক্ত করা হোক বলেও দাবি উঠেছে৷  এছাড়াও বিমার উর্ধ্বসীমা বাড়িয়ে ১০ বা ১৫ লাখ করার দাবিও জানিয়েছেন কিছু উপভোক্তা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *