গুরুত্বহীন রাজনাথ, রাতারাতি বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আদি বিজেপি টিমের একদা শক্তিশালী সর্বশেষ সদস্য রাজনাথ সিং কি গুরুত্বহীন হয়ে যাচ্ছেন? এবার মিলল সেই ইঙ্গিত৷ জানা গিয়েছে, দেশের বিকাশের লক্ষ্যে একঝাঁক মন্ত্রীদের নিয়ে যে একাধিক কমিটি গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার অধিকাংশতেই স্থান পাননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ ৮টি কমিটির মধ্যে মাত্র দু’টিতে রয়েছেন রাজনাথ৷ মোদির গড়ে দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ দু’টি নীতি নির্ধারণ

গুরুত্বহীন রাজনাথ, রাতারাতি বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: আদি বিজেপি টিমের একদা শক্তিশালী সর্বশেষ সদস্য রাজনাথ সিং কি গুরুত্বহীন হয়ে যাচ্ছেন? এবার মিলল সেই ইঙ্গিত৷ জানা গিয়েছে, দেশের বিকাশের লক্ষ্যে একঝাঁক মন্ত্রীদের নিয়ে যে একাধিক কমিটি গড়েছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার অধিকাংশতেই স্থান পাননি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ ৮টি কমিটির মধ্যে মাত্র দু’টিতে রয়েছেন রাজনাথ৷ মোদির গড়ে দেওয়া সবথেকে গুরুত্বপূর্ণ দু’টি নীতি নির্ধারণ কমিটিতে রাজনাথকে রাখা হয়নি৷ আর এই নিয়ে শুরু হয়েছে নয়া জল্পনা৷

কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনীতি বিষয়ক কমিটি ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় বিষয়ক কমিটিতে তাঁর স্থান পাননি রাজনাথ৷ শুধু কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি ও মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটিতে স্থান পেয়েছেন তিনি৷ দিনভর এই নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হওয়ার আচমকাই সিদ্ধান্তে বদলের সিদ্ধান্ত কেন্দ্রের কেন্দ্রের৷ রাতে ঘোষণা করা হল, রাজনাথ মন্ত্রিসভার ৬টি কমিটিতে থাকছেন রাজনাথ৷ আটটি কমিটিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রেখেছেন নরেন্দ্র মোদি৷ আর তাতেই স্পষ্ট, মোদির মন্ত্রিসভায় দুনম্বর ব্যক্তি কে! কিন্তু রাতে বদলে যাওয়া পরিস্থিতিতে দেখা গেল রাজনাথকে সংসদ বিষয়ক কমিটি ও রাজনীতি বিষয়ক কমিটি ও কর্মসংস্থান, লগ্নি, আর্থিক বৃদ্ধি এবং স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠীতে অন্তর্ভুক্ত করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =