নয়াদিল্লি: করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে গোটা বিশ্বে। এই দেশেও ক্রমে জটিল হচ্ছে কোভিড ১৯ পরিস্থিতি। রাজ্য সরকারের তরফেও নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। করোনা মোকাবিলায় ইতিমধ্যে কেরল, গোয়া, মণিপুর, লাদাখের সাফল্য নিয়ে চর্চা হলেও রাজ্যের অন্য একটি রাজ্য এক্ষেত্রে ইতিবাচক সাড়া ফেলেছে। এমনটাই দাবি ইউনিসেফের। সেই কারণে শনিবারে টুইটে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে ইউনিসেফ ইন্ডিয়া।
গোটা দেশের মধ্যে করোনা সংক্রমণ রুখতে সবচেয়ে সক্রিয় ও সফল রাজ্য হিসেবে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে কেরলের নাম। এছাড়াও দেশের গোয়া, মণিপুর, লাদাখের নামও শোনা গেছে। এই পরিস্থিতিতে আলোচিত হয়নি ছত্তিশগড় রাজ্যটি। মঙ্গলবারের রিপোর্ট অনুসারে এই রাজ্যটিতে মোট ৩৭ জন কোভিড ১৯ ভাইরাস আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। যার মধ্যে ৩২ জনই সুস্থ হয়েছেন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫। করোনার জেরে একটাও মৃত্যুর খবর পাওয়া যায়নি সেই রাজ্যে।
গত শনিবার রায়পুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) দু'জন করোনা আক্রান্তকে ছেড়ে দিয়েছে। এইমস-এর তরফে জানানো হয়েছে, 'কোরবা জেলার কাটঘোরা শহরের ৫৯ বছরের এক প্রবীণ এবং ২৭ বছরের এক মহিলাকে দু'বার পরীক্ষা করা হয়েছে। কোনও সংক্রমণ তাঁদের শরীরে পাওয়া যায়নি।' হাসপাতালে মোট আক্রান্তের সংখ্যা ৫ জন। যাঁদের মধ্যে এইমস-এর একজন নার্সিং অফিসারও রয়েছেন। বর্তমান পরিস্থিতিতে ছত্তিশগড়ের এই সাফল্য অবাক করেছে নেটিজেনদেরও। যেখানে মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারেরও বেশি, সেখানে ছত্তিশগড়ের এই লড়াই যে সত্যিই প্রশংসার যোগ্য, সেই কথা স্বীকার করেছে ইউনিসেফ ইন্ডিয়াও। শনিবার দুপুরে টুইটারে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ ভাগেলের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে। দেশজুড়ে করোনার জটিল পরিস্থিতিতে রাজ্যের সক্রিয়তায় সাধুবাদ জানিয়েছেন নেটিজেনদের একাংশও।