ভারত-চিন সংঘাত: নয়া কূটনীতি কেন্দ্রের, চিনকে শাসাল রাষ্ট্রপুঞ্জ, নজরে আমেরিকা

ভারত-চিন সংঘাত: নয়া কূটনীতি কেন্দ্রের, চিনকে শাসাল রাষ্ট্রপুঞ্জ, নজরে আমেরিকা

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্ত সংঘাতের উত্তর এবার পৌঁছে গেল বিশ্বরাজনীতির দরবারে৷ করোনা প্রভাবে গোটা বিশ্বের কাছে আগেই কার্যত কোণঠাসা হয়ে গিয়েছে চিন৷ এবার নজর ঘোরাতে ভারতের উপর বিনা প্ররোচনায় হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছে রাষ্ট্রপুঞ্জের অন্দর৷ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হলেও বিশ্ব রাজনীতির চাপে এবার কার্যত নিজের দুর্গেও কোণঠাসা হওয়ার উপক্রম চিনের৷

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনা আগ্রাসনের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে রাষ্ট্রপুঞ্জ৷ চিন-ভারত সীমান্তে উত্তেজনা প্রসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ৷ ঘটনার জেরে চিনকে সংযত থাকার বার্তা পাঠিয়েছে তারা৷ রাষ্ট্রপুঞ্জের পাশাপাশি ভারত-চীন সীমান্ত সংঘাতের দিকে কড়া নজর রাখছে আমেরিকা৷ চিনকে শায়েস্তা করতে ভারতের পক্ষে দাঁড়াতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ যদিও সেই ইঙ্গিত তিনি আগেই দিয়ে রেখেছিলেন৷

ভারত-পাক দ্বিপাক্ষিক বিষয়ে মধ্যস্থতা করার প্রস্তাব আগে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট৷ কিন্তু সেই প্রস্তাব ভারত পত্রপাঠ উড়িয়ে দিলেও চিনের ক্ষেত্রে এবার কিছুটা হলেও কৌশল বদল করতে পারে ভারত৷ এমনটাই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷ করোনা মহামারী পরিস্থিতির মধ্যেও চিনের বিরুদ্ধে একের পর এক বোমা ছুড়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ সরাসরি চিনের বিরুদ্ধে সংঘাতের জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প৷ এবার ‘বন্ধু’ ভারতের বিরুদ্ধে চিনা আগ্রাসনের বিরুদ্ধে খুব দ্রুত তাঁকে সরব হতে দেখা যেতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

অন্যদিকে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের জের সংঘর্ষস্থল থেকে সরে গিয়েছে চিন৷ ভারতও একটু পিঠিয়ে গিয়েছে৷ হিমাচল প্রদেশের জারি হয়েছে হাই অ্যালার্ট৷ চিন সীমান্ত লাগোয়া বিভিন্ন এলাকায় সর্তকতা জারি করেছে প্রশাসন৷ লাদাখে বিনা প্ররোচনায় হামলার জেরে ইতিমধ্যেই কর্নেল সহ ২০ জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন৷ প্রত্যাঘাতে চিনেও হতাহত হয়েছে৷ চিনে হতাহত হয়েছে ৪৩ জন৷ দাবি করেছে সংবাদ সংস্থা এএনআই৷
এবার এই পরিচয় দাঁড়িয়ে আমেরিকার কড়া নজর  ও রাষ্ট্রপুঞ্জের বিবৃতি কিছুটা হলেও চাপের মুখে পড়েছে শুরু করেছে চিনা প্রশাসন৷ সে দিক থেকে দেখতে গেলে বলা, যায় ক্রমবর্ধমান চিনের ওপর চাপ তৈরি করা, ভারতের কূটনৈতিক সাফল্য বলেই মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + nine =